নম্বর গেল পালটে! আর ‘২৪৪১১৩৯’ এ ফোন ধরবেনা বেলা বোস

‘এটা কি ২৪৪১১৩৯, বেলা বোস তুমি পারছো কি শুনতে?’ অঞ্জন দত্তের সেরার সেরা সৃষ্টি এই গান। ১৯৯৫ সালে সৃষ্ট এই কালজয়ী গান আলোড়ন সৃষ্টি করে দিয়েছিল। বহু প্রতিকূলতা পেরিয়ে চাকরি পেয়েই ‘২৪৪১১৩৯‘ নম্বরে বেলাকে ফোন করেছিল অঞ্জন দত্ত।

১৯৯৫ সালে অঞ্জন দত্ত যখন গানটা তৈরি করেছিল সেই সময় প্রায় সকলের বাড়িতেই ছিল ল্যান্ডলাইন। মধ্যবিত্তদের একমাত্র ভরসা ছিল ল্যান্ডলাইন। মুঠোফোন ছিল হাতে গোনা কয়েকজন ধনী ব্যাক্তির কাছে। তাই যদি এই গান অঞ্জন দত্ত ১৯৯৫ সালে না গেয়ে এখন গাইত তাহলে কোন নম্বর হত?

এই প্রশ্ন পেয়ে কী বলেছেন অঞ্জন দত্ত? প্রশ্ন পাওয়া মাত্রই  অঞ্জন মিষ্টি হেসে উত্তর দেন, “ তাহলে আমি হয়তো কোন ল্যান্ডলাইন নম্বরই দিতাম না। যেকোন একটি মোবাইল নম্বর গানের লাইনে দিতাম। কিংবা ফোন কলই করতাম না। হোয়াটসঅ্যাপ কল করতাম হয়তো। কিংবা হোয়াটসঅ্যাপ ম্যাসেজে কথা বলতাম। এখন প্রযুক্তি অনেক এগিয়েছে। এখন গান গাইলে গানটা অন্যরকম হত একেবারেই।” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *