কেন কলকাতায় ফিরতে পারলো না কলকাতা নাইট রাইডার্স?

কালবৈশাখীর কারণে কলকাতা নাইট রাইডার্স সোমবার কলকাতায় ফিরতে পারেনি। তাদের প্রথমে গুয়াহাটি যেতে হয়েছিল। পরে কলকাতা ফেরার চেষ্টা করেও ব্যর্থ হয়ে চলে যেতে হয় বারাণসীতে। বৈভব আরোরা সেখানে গঙ্গাবক্ষে ঘুরতে গেলেন। বিশ্বনাথের মন্দির দর্শনও হলো। মঙ্গলবার দুপুরে কেকেআর কলকাতায় ফিরছে। লখনউয়ে কেকেআরের শেষ ম্যাচ ছিল। পরের ম্যাচ কলকাতায়। সেই ম্যাচ হবে ১১ মে। সোমবার কলকাতায় নাইটদের ফেরার কথা ছিল। নাইট রাইডার্সের ক্রিকেটারদের সন্ধে ৭.৩০-এ লখনউ থেকে কলকাতায় নামার কথা ছিল।

কিন্তু সেই সময় কলকাতায় ঝড়বৃষ্টি হচ্ছিল। সেই কারণে কলকাতা বিমানবন্দরে সেই বিমান নামতে পারেনি। উড়িয়ে নিয়ে যাওয়া হয় গুয়াহাটিতে। রাত ১০টার সময় নাইটদের চার্টার্ড বিমান কলকাতায় ফিরে আসার অনুমতি পেয়েছিল। রাত ১১টায় শহরে পৌঁছে যাওয়ার কথাও ছিল। কিন্তু আবহাওয়া স্বাভাবিক না হওয়ায় সেই বিমান উড়িয়ে নিয়ে যাওয়া হয় বারাণসীতে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার সময় কেকেআর বারাণসীর হোটেল থেকে বার হয়। বারাণসী বিমানবন্দর থেকে বিমান ছিল দুপুর ১.১৫ মিনিটে। কলকাতায় পৌঁছনোর কথা দুপুর ২.৪০ মিনিটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *