ধরমশালায় ধোনি কেন নয় নাম্বারে? প্রশ্ন প্রাক্তন ক্রিকেটারদের

মহেন্দ্র সিং ধোনি ব্যাটিং অর্ডারে ক্রমশ নিচের দিকে! সবচেয়ে অবাক করে গত ম্যাচ। ধরমশালায় পঞ্জাব কিংসের বিরুদ্ধে নয়ে ব্যাট করতে নেমেছিলেন ধোনি। তার আগে ঘরের মাঠে পঞ্জাব কিংসের বিরুদ্ধেই ম্যাচ ছিল চেন্নাই সুপার কিংসের। সেই ম্যাচে সাতে নেমেছিলেন ধোনি। ধরমশালায় কেন নয় নম্বরে! এর কারণ প্রকাশ্যে।

প্রাক্তন ক্রিকেটাররা প্রশ্ন তুলছিলেন ধোনি নয় নম্বরে ব্যাট করতে আসায় । ইরফান পাঠানা, হরভজন সিংয়ের মতো প্রাক্তনরা মনে করেন, ধোনিকে যদি নয়েই নামাতে হয় তা হলে কোনও স্পেশালিস্ট বোলারই খেলানো শ্রেয়! ধোনিকে সেক্ষেত্রে টিমেই রাখার প্রয়োজন নেই। তবে জানা গিয়েছে, ধোনির পায়ের পেশীতে চোট রয়েছে। সে কারণেই তাঁকে যতটা সম্ভব দৌড় থেকে বিরত রাখারই চেষ্টা। মেডিসিন নিয়ে নামছেন ধোনি!

রিপোর্ট অনুযায়ী, চেন্নাইয়ের ব্যাক আপ কিপার ধরা হয়েছিল ডেভন কনওয়েকে। চোটের কারণে এ মরসুমে পাওয়া যায়নি কনওয়েকে। পরে তাঁর পরিবর্তও নেওয়া হয়। কনওয়ে থাকলে ধোনিকে বিশ্রাম দেওয়া হত বলেও খবর। পরিস্থিতির নিরিখে, হরভজন সিং কিংবা ইরফানের মতো প্রাক্তনরা নিজেদের কথায় ঢোঁক গিলতেই পারেন। কিন্তু এখানেও প্রশ্ন উঠছে। চেন্নাই সুপার কিংসে ধোনির ব্যাক আপ কিপার হিসেবে রয়েছেন আরাবল্লি অবনীশ। তাঁকে কি সুযোগ দেওয়া যায় না? অনূর্ধ্ব ১৯ ক্রিকেটার বলেই কি সেই ঝুঁকি নেওয়া হচ্ছে না! অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ও কিপিং করতে পারেন। মহারাষ্ট্রের ঘরোয়া ক্রিকেটে কিপিং করেছেনও! ধোনিকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবেও তো খেলানো যায়! এমন অনেক প্রশ্নের উত্তর যদিও অধরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *