কংগ্রেস নেতার বাড়ি কেন্দ্র করে ‘বোমাবাজি’, তৃণমূলের বিরুদ্ধে উঠল অভিযোগ  

মঙ্গলবার তৃতীয় দফার ভোট শুরু হতেই মুর্শিদাবাদ জেলার একাধিক জায়গা থেকে গোলমালের অভিযোগ উঠছে। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের হরিহরপাড়া বিধানসভার ধরমপুর অঞ্চলে পাথরঘাটা গ্রামে কংগ্রেস নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল। এই ঘটনা ঘিরে  চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়।

ধরমপুর অঞ্চলের কংগ্রেসের অঞ্চল সভাপতি মেকাইল হোসেন । এলাকায় তাঁর কংগ্রেস নেতা হিসাবে বেশ নামডাক । ভোটের দিন ভোরে তাঁরই বাড়ি লক্ষ্য করে বোমা মারা হয় বলে অভিযোগ। অভিযোগের তীর উঠছে তৃণমূলের দিকে। সভাপতি মেকাইল হোসেন বলেন যে, “রাত তখন ৩টে ২০। বিকট শব্দ হল। বেরিয়ে এসে দেখি আমার বারান্দায় একটা বোমা মেরেছে। পরে দেখি গেটের সামনেও বোমা মারা হয়েছে। তৃণমূলের লোকজন এসব ঘটিয়েছে। পুলিশকে জানিয়েছি। আমাদের বাম-কংগ্রেসের কাছে হেরে যাবে বুঝে ওরা এসব করছে।”

আবার অন্যদিকে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের ডোমকল থানার কুপিলায় ব্যাপকভাবে বোমাবাজির অভিযোগ উঠছে। সোমবার রাতে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ যে তাঁরাই বুথ থেকে ৫০ মিটার দূরে বোমাবাজি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *