ফিরেই গোল মহম্মদ সালাহের, তিনে লিভারপুল

ম্যানেজার য়ুর্গেন ক্লপের সঙ্গে গত সপ্তাহে বাগ্‌যুদ্ধে জড়িয়ে তিনি বিশ্রামে চলে গিয়েছিলেন । রবিবার ইপিএলে টটেনহ্যাম হটস্পারের বিরুদ্ধে ঘরের মাঠে মহম্মদ সালাহ প্রথম এগারোয় ফিরে এসেই গোল করলেন। ৪-২ ব্যবধানে তাঁর দলও জিতেছে । এই জয়ের সুবাদেই  লিভারপুল তিন নম্বরে রইল। অন্য ম্যাচে চেলসি ওয়েস্ট হ্যামকে ৫-০ গোলে হারিয়ে দিয়েছে ।

এই মুহূর্তে আর্সেনাল ৩৬টি ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে ইপিএল টেবলের শীর্ষ স্থানে রয়েছে। এক ম্যাচ কম খেলে ৮২ পয়েন্ট নিয়ে ম্যাঞ্চেস্টার সিটি দ্বিতীয় স্থানে এবং টটেনহ্যামকে হারিয়ে ৭৮ পয়েন্ট নিয়ে লিভারপুল টেবলের তৃতীয় স্থানে রয়েছে ।১৬ মিনিটের মধ্যেই লিভারপুলকে এগিয়ে দেন মহম্মদ সালাহ। অ্যান্ডি রবার্টসন প্রথমার্ধের শেষ মুহূর্তে ২-০ করে ।কোডি গাকপো দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিটের মধ্যে ৩-০ করেন এবং ৫৯ মিনিটে ৪-০ করেন হার্ভি এলিয়ট।

চেলসি-র ঝোড়ো আক্রমণের সামনে ওয়েস্ট হ্যাম কোনও প্রতিরোধই গড়তে পারেনি। ১৫ মিনিটে কোল পালমার ১-০ করেন। কোনর গালাগা ৩০ মিনিটেই ব্যবধান বাড়ান । ৩৬ মিনিটে ননি মাদুয়েকে ৩-০ করেন। দ্বিতীয়ার্ধের তিন মিনিটের মধ্যে নিকোলাস জ্যাকসন গোল করেন ।তিনিই ৮০ মিনিটে ৫-০ করেন। ৩৫টি ম্যাচে ৫৪ পয়েন্ট করে চেলসি সাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *