কত হাজার ঘণ্টা ধরে তৈরি হয়েছে ইশা আম্বানির মেট গালা ড্রেস?

কাল নিউইয়র্কে ছিল ফ্যাশনের সবচেয়ে বড় রাত। জেনিফার লোপেজ থেকে শুরু করে আলিয়া ভাট, ইশা আম্বানি সকলেই এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এইদিন সকলের পোশাকই ছিল নজরকাড়া। আলিয়া পড়েছিলেন সব্যসাচীর কালেকশন। অন্যদিকে ইশা আম্বানির পরনে ছিল ‘The Garden of Time’।

ইশার স্টাইলিস্ট ছিলেন অনিতা শ্রফ আদজানিয়া। তিনি গোটা পোশাকটি তৈরি করেছেন হ্যান্ড এমব্রয়ডারির সাহায্যে। পোশাকটি দেখলেই বোঝা যাবে যেন কোনও পৃথিবীর সমস্ত সুন্দর ফুল দিয়ে সজ্জিত স্বর্গরাজ্য । আর সেই ফুলের বাগানে খেলা করে বেড়াচ্ছে একদল প্রজাপতি, ড্রাগনফ্লাইরা। জানেন এই ড্রেসটি বানাতে সময় লেগেছে প্রায় ১০,০০০ ঘণ্টারও বেশী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *