জটিল রোগে আক্রান্ত বিদ্যা, টেনশনে সিগারেট ধরেন নায়িকা

বলিউডের তারকা অভিনেত্রী বিদ্যা বালন। বিদ্যা হিন্দি-দক্ষিণ ভারতীয় ছবির পাশাপাশি বাংলা ছবিতেও কাজ করেছেন। বাংলা বলতেও পারেন, বাঙালি সব কিছুই তাঁর খুব পছন্দ বলে বার বার দাবি করেছেন তিনি। বিদ্যার বিশ্বজুড়ে অসংখ্য ভক্ত। প্রচারের আলো থেকে বরাবরই বিদ্যা বালন নিজেকে খানিকটা বাঁচিয়ে চলেন। নিজের এক জটিল রোগের কথা আগেও একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন নায়িকা। সম্প্রতি সমদিশ ভাটিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে ফের একবার মুখ খুললেন নিজের রোগ নিয়ে।

সুপারস্টার নায়িকা বিদ্যা বালন ১৩ বছর মনের জটিল অসুখে ভুগছেন। সে কারণে হিলার বা মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শও নেন বিদ্যা। তারই সঙ্গে বিদ্যার রয়েছে ওসিডি। রোগটির নাম ওসিডি অর্থাৎ অবসেসিভ-কমপালসিভ ডিসঅর্ডার। এটি এক ধরনের মানসিক অসুস্থতা। রিপোর্ট অনুযায়ী, এই রোগটির শিকার বিশ্বে মাত্র প্রায় ৩ শতাংশ মানুষ। এই মানসিক রোগের বড় সমস্যা হল, ঠিকমতো ঘুম হয় না রোগীর। সাক্ষাৎকারে বিদ্যা জানান, ছোটবেলা থেকে তিনি শরীর নিয়ে কটাক্ষের শিকার হয়েছেন। নিজেই নিজেকে নিয়ে এক সময় ঘেন্না করতেন। তাঁর মোটা হওয়া ও শরীরের গঠন নিয়ে নোংরা আক্রমণ শুনতে হয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রিতেও।

ডার্টি পিকচারে সিল্ক স্মিতার চরিত্রে অভিনয় করার পর সিগারেট খেতে শুরু করেছিলেন রোজ। পরে যদিও ছেড়ে দেন ধূমপান। এই ছবির পরই মায়ের পরামর্শে বিদ্যা প্রথম চিকিৎসকের পরামর্শ নেন। প্রায় ১৩ বছর ধরে ওই মহিলা চিকিৎসকের কাছে চিকিৎসা চলছে বিদ্যার। তবে সাক্ষাৎকারে বিদ্যার দাবি, এই সমস্যাকে মানসিক রোগ মনে করেন না তিনি। ছোট থেকে কটাক্ষের শিকার হতে হতে ভয় পেতে পেতে নিজের শরীরের মধ্যে হরমোনের ভারসাম্য হারিয়ে নানা রোগে আক্রান্ত নায়িকা। এই মুহূর্তে চিকিৎসা চলছে,নায়িকা অনেকটাই ভাল আছেন বলে দাবি করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *