৫০ বছরের গন্ডি পেরিয়েও যেকোনো ২৫ বছরের যুবক নায়ককে বলে বলে গোল দেবেন তিনি। গত বছরে পরপর তিনটি ব্লকবাস্টার ছবি তিনি দর্শকদের উপহার দিয়েছেন। পাঠান, জওয়ান, ডঙ্কি দর্শকদের মন কেড়ে নিয়েছে। তিনটি ছবি বক্স অফিসে মোটা টাকা কামিয়েছে। শুধু তাই নয় সিনেমাগুলিতে শাহরুখের লুক দেখে ফিদা সব বয়সের রমোনীরা।
তবে এই অসাধারণ কামব্যাকের পর কেন অবসরে যেতে চাইছেন তিনি? কিং খান জানান তিনি অবসরে নন বরং একটি ব্রেকে যেতে চান। কারণ তিনটি ছবির শুটিং করে তিনি বড়ই ক্লান্ত। ফলে একটু বিশ্রাম তার দরকার। একটু বিশ্রাম নিয়েই জুন জুলাই মাসে তিনি তার পরবর্তী ছবির শুটিং শুরু করবেন।
Related