বাংলাদেশে ফিরে ধোনির দেওয়া উপহার দেখালেন মুস্তাফিজ়ুর

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্দেশে মুস্তাফিজুর রহমানকে আইপিএলের মাঝ পথে দেশে ফিরতে হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে জ়িম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ় এবং পর্যাপ্ত বিশ্রামের সুযোগ দিতে বাঁ হাতি জোরে বোলারকে দেশে ফেরার নির্দেশ দিয়েছিল বিসিবি। চেন্নাই সুপার কিংসের ক্রিকেটারকে দেশে ফেরার আগে মহেন্দ্র সিংহ ধোনি বিশেষ উপহার দিয়েছেন।

এ বারের আইপিএলে মুস্তাফিজ়ুরকে আর দেখা যাবে না। সিএসকে শিবির ছেড়ে দেশে ফেরার পর সমাজমাধ্যমে ধোনির দেওয়া উপহারের কথা জানিয়েছেন বাংলাদেশের ক্রিকেটার। ধোনি নিজের হলুদ জার্সিতে সই করে মুস্তাফিজ়ুরকে উপহার দিয়েছেন। ধোনির হাত থেকে সেই জার্সি নেওয়ার ছবিও মুস্তাফিজ়ুর সমাজমাধ্যমে ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।

নিজের পোস্টে বাংলাদেশের জোরে বোলার লিখেছেন, ‘‘মাহি ভাই সব কিছুর জন্য ধন্যবাদ। আপনার মতো কিংবদন্তির সঙ্গে সাজঘর ভাগ করে নেওয়ার অনুভূতিও আমার কাছে বিশেষ। সব সময় আমার উপর ভরসা রাখার জন্য ধন্যবাদ। আপনার মূল্যবান পরামর্শগুলি মনে রাখব। আপনার সঙ্গে আবার দেখা করার এবং এক সঙ্গে খেলার জন্য মুখিয়ে রয়েছি।’’

অন্য দিকে বিসিবির ডেপুটি ম্যানেজার অফ ক্রিকেট অপারেশনস শাহরিয়ার নাফিস বলেছেন, ‘‘আমরা মুস্তাফিজ়ুরকে আইপিএল খেলার জন্য ৩০ এপ্রিল পর্যন্ত ছুটি দিয়েছিলাম। ১ মে চেন্নাইয়ের খেলা থাকায় সিএসকে কর্তৃপক্ষ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধে আমরা ওর ছুটি এক দিন বৃদ্ধি করেছিলাম।’’ গত বুধবার মুস্তাফিজ়ুর পঞ্জাব কিংসের হয়ে এ বারের আইপিএলে শেষ ম্যাচ খেলেছেন। তিনি ন’টি ম্যাচ খেলে ১৪টি উইকেট নিয়েছেন। এ বারের আইপিএলে বাংলাদেশের হয়ে এক মাত্র প্রতিনিধি হিসাবে মুস্তাফিজ়ুরই ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *