রিল লাইফে ‘ দিদিয়া ‘, রিয়েলেও কি বয়সে আদৃতের থেকে বড় কৌশাম্বী?

পর্দার দিদিয়ার গলাতেই অবশেষে মালা পড়াতে যাচ্ছেন সকলের প্রিয় ‘ উচ্ছেবাবু ‘। এত কটাক্ষ, এজ সেমিং, নিন্দা কোন কিছুই খন্ডাতে পারল না আদৃত কৌশাম্বীর এক হওয়া। এমন কি আদৃতের সাথে প্রেমের সম্পর্ক সামনে আসার পরে কৌশাম্বীর কপালে জুটে ছিল ‘ বুড়ি ‘ , ‘ ডাইনি ‘ , ‘ শাকচুন্নি ‘ র তকমাও। আদৃত নাকি তার থেকে বয়সে বড় এক মহিলাকে বিয়ে করছে। সত্য কি তাই? জেনে নিন আদৃত কৌশাম্বীর বয়সের পার্থক্য কত? রইল হিসেব।

আদৃতের বর্তমান বয়স ৩১ বছর। তার জন্ম সাল ১৯৯২ সালের ২৫ মে। অন্যদিকে কৌশাম্বীর বয়স বর্তমানে ২৭ বছর। ১৯৯৬ সালের ১৪ জুলাই হয়েছিলেন তিনি। আদৃত কৌশাম্বীর থেকে চার বছরেরও বেশি বড়। চলতি মাসের ৯ তারিখ তাদের বিয়ে। প্রসঙ্গত উল্লেখ্য সবাই চেয়েছিলেন পর্দার মিঠাই রানীর সাথেই উচ্ছে বাবুর বিয়ে হোক। মিঠাই কি এই বিয়েতে উপস্থিত থাকবেন? সবার নজর কিন্তু সেই দিকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *