প্রশ্নের মুখে রাজ্যের মুখ্যসচিব

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি মামলায় ফের প্রশ্নের মুখে রাজ্যের মুখ্যসচিব।

আদালতে রাজ্যের আইনজীবী জানান, ‘আমদের সাত সপ্তাহ সময় লাগবে।’ মুখ্যশচীবের ভূমিকায় বিরক্তি প্রকাশ করে বিচারপতি বলেন, “এটা কী আপনাদের আদালত অবমাননার কৌশল? আমাদের নির্দেশের অবমাননা হচ্ছে। এই মামলা দ্রুত হওয়ার গুরুত্ব বুঝুন। সিরিয়াস ম্যাটার। আপনি এজি হয়ে যদি না বোঝেন, আদালতের নির্দেশের অবমাননা করেন, তাহলে তা বিচারব্যবস্থার অপমান।”

বিচারপতি বলেন, “জানমতাম আপনারা খুব ভালো বন্ধু। আপনার বন্ধুরা আপনাকে রক্ষা করছে। এবার এই মামলায় শেষ দিনেও যদি রাজ্য অনুমোদন না দেয় তাহলেও আর অবাক হব না। এই স্ট্র‍্যটেজি খুব ভালো বুঝি আমরা।” আদালতের নির্দেশকে তোয়াক্কা না করে এখনও পদক্ষেপ করতে পারেননি মুখ্যসচিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *