ফুলবাগানে ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপ বিজেপি কর্মীর উপর

গরম লাগছিল বলে রাতে হাওয়া খেতে ঘরের বাইরে বেরিয়েছিলেন তিনি। কিন্তু তিনি যে বিজেপি কর্মী! আর এটাই নাকি তাঁর ভুল। এরফলে তাঁর ওপরে  হয় হামলা। ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপ মারার অভিযোগ। ঘটনায় কাঠগড়ায় তৃণমূল। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে  ফুলবাগান থানার কাদাপাড়া এলাকায়। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।আহত যুবকের নাম এন্দল যাদব।

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে প্রচণ্ড গরমে বাড়ির বাইরে বেরোলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে মারধর করে বলে অভিযোগ। এমনকি মারধরের পর তাঁকে  জলেও ফেলে দেওয়া হয় বলে জানা যায়। স্থানীয় বাসিন্দারা চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে ছুটে আসেন সেখানে। ততক্ষণে দুষ্কৃতীরা পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা আহতকে উদ্ধার করে প্রথমে এনআরএস হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের তরফ থেকে খবর পেয়ে সেখানে পৌঁছন ফুলবাগান থানার আধিকারিকরা। এবং আহত যুবকের বয়ান রেকর্ড করা হয়।

হাসপাতাল থেকে জানা যায় যে, তাঁর শরীরে পায়ে গভীর ক্ষত রয়েছে। সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের সদস্যরা এন্দলকে নার্সিংহোমে স্থানান্তরিত করান।  ঘটনাস্থলে বিজেপি নেতা তমোঘ্ন ঘোষ সেখানে পৌঁছান।এবং আহত যুবকের সঙ্গে দেখা করেন তিনি। যদিও এই ঘটনায় এখনও তৃণমূলের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *