সোমবার সৌরভের ঘরের মাঠেই তাঁর করা রেকর্ড ভাঙলেন সল্ট

ইডেন মানেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের রাজত্ব। তিনি এই মাঠে খেলে বড় হয়েছেন। ভারতীয় দল থেকে বাদ পড়ার পর কঠোর অনুশীলন করেছেন ইডেনেই। তার পরে দলেও ফিরেছেন। সেই মাঠেই সোমবার সৌরভের রেকর্ড ভেঙে দিলেন ফিল সল্ট। সেটাও সৌরভের সামনে। ইডেনে আইপিএলের এক মরসুমে সৌরভের সব থেকে বেশি রানের রেকর্ড এত দিন ছিল। তিনি ৭ ম্যাচে ৩৩১ রান করেছিলেন। সেই রেকর্ড সল্ট ভেঙে দিলেন। এ বারের আইপিএলে কেকেআর ইডেনে এখনও পর্যন্ত ছ’টি ম্যাচ খেলেছে। আর সেই ছ’ম্যাচে সল্ট করেছেন ৩৪৪ রান।

ইডেনে এক আইপিএলে সল্ট সব থেকে বেশি রানের তালিকায় এখন শীর্ষে। সৌরভ ২০১০ সালের আইপিএলে ইডেনে ৩৩১ রান করেছিলেন। সেই রেকর্ড ভাঙতে ১৪ বছর সময় লাগল। তৃতীয় স্থানে রয়েছেন আন্দ্রে রাসেল। তিনি ২০১৯ সালে ইডেনে করেছিলেন ৩১১ রান। ২০১৮ সালে ক্রিস লিন করেছিলেন ৩০৩ রান। সোমবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ঝোড়ো ইনিংস খেলেন সল্ট। প্রথমে দিল্লিকে ১৫৩ রানে আটকে রাখে কেকেআর। বরুণ চক্রবর্তী একাই নেন তিন উইকেট। সেই রান তাড়া করতে নেমে সল্ট ৩৩ বলে ৬৮ রান করেন। ৭ উইকেটে কেকেআর ম্যাচ জিতে নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *