আমেরিকায় ধৃত ৯০০ বিক্ষোভকারী পড়ুয়া

আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় চত্বর ‘প্যালেস্টাইনকে মুক্ত করো’ স্লোগান এবং ইজ়রায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে।সেই সঙ্গে চলছে বিক্ষোভকারী পড়ুয়াদের নির্বিচারে গ্রেফতারির ঘটনাও। সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, গত কয়েক দিনে পুলিশ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৯০০ পড়ুয়াকে গ্রেফতার করেছে । এদের মধ্য, গত শনিবার টেম্পের অ্যারিজ়োনা স্টেট ইউনিভার্সিটি, বস্টনের নর্থইস্টার্ন ইউনিভার্সিটি, ব্লুমিংটনের ইন্ডিয়ানা ইউনিভার্সিটি এবং সেন্ট লুইসের ওয়াশিংটন ইউনিভার্সিটি থেকে প্রায় ২০০ জন বিক্ষোভকারী পড়ুয়া গ্রেফতার হন। অবশ্য এরপরও কিন্তু পড়ুয়াদের প্রতিবাদ অব্যাহত  রয়েছে।

পুলিশের সঙ্গে পড়ুয়াদের সংঘর্ষ ও গ্রেফতারির  ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে পড়ুয়াদের টেনেহিঁচড়ে পুলিশের গাড়িতে তোলা হচ্ছে । কোথাও কোথাও আবার মারধরও করা হচ্ছে। হার্ভার্ড ইউনিভার্সিটিতেও একই রকম প্রতিবাদের চিত্র দেখা গিয়েছে । বিশ্ববিদ্যালয়ের যে এলাকায় সচরাচর আমেরিকার পতাকাই ওড়ে, সেখানে প্যালেস্টাইনের পতাকা উড়তে দেখা গিয়েছে ।

বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র এ সম্পর্কে জানিয়েছেন, বিক্ষোভকারীরা বিভিন্ন জায়গায় নীতিবিরুদ্ধভাবে প্যালেস্টাইনের পতাকা টাঙিয়েছিলেন। তাই প্রতিটি পতাকা সরানো হয়েছে। তবে এ ক্ষেত্রে উল্লেখ্য জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির চিত্রটা খানিক আলাদা— শনিবারের পুলিসী ধরপাকড়ের পরে রবিবার প্রতিবাদীদের সংখ্যা এসে দাঁড়িয়েছে ২০ জনের কাছাকাছি। এ দিকে, বিক্ষোভকারীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ইউনিভার্সিটি অব সাদার্ন ক্যালিফোর্নিয়ায় ভাঙচুর চালানোর। বিশ্ববিদ্যালয় চত্বর থেকে প্রতিবাদীদের অবস্থানও এখনও ওঠেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *