আপাতত সুস্থ আছেন বালু

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

রেশন কেলেঙ্কারির দায়ে বর্তমানে প্রেসিডেন্সি জেলে বন্দি রয়েছেন জ্যোতিপ্ৰিয় ওরফে বালু। দুপুরের দিকে আচমকাই অসুস্থ বোধ করতে থাকেন এই প্রবীণ রাজনীতিক। তৎক্ষণাৎ বালুকে দেখতে হাজির হন জেলের চিকিৎসকরা। প্রাথমিক চিকিৎসার জেল হাসপাতালের মেডিসিন, ডায়াবেটিক এবং কার্ডিয়োলজিস্ট চিকিৎসকেদের তত্ত্বাবধানে চিকিৎসা হয় বালুর।

জেল সূত্রে খবর, আপাতত তিনি সুস্থ হয়েছেন। প্রসঙ্গত, গ্রেফতারির প্রথম দিন থেকেই অসুস্থ হয়ে পড়েন জ্যোতিপ্ৰিয়। সুগার এবং প্রেশার জনিত সমস্যায় রয়েছে তার। ইডির হাতে গ্রেফতারির পরও চিকিৎসার জন্য বেশ কিছুদিন এসএসকেএম হাসপাতালে ছিলেন জ্যোতিপ্ৰিয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *