প্রথমে স্থির ছিল এপ্রিল মাসের ২১ ও ২২-এ ভারতে আসবেন টেস্লার কর্ণধার ইলন মাস্ক এবং দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। ভারতে তাঁর বিভিন্ন সংস্থার লগ্নি পরিকল্পনাও ঘোষণা করতে পারেন বলে শোনা যায়। কিন্তু শেষ মুহূর্তে টেস্লার ‘গুরুত্বপূর্ণ কাজে’ সফর বাতিল করেছিলেন তিনি। কিন্তু তার প্রায় এক সপ্তাহের মধ্যেই ইলন মাস্ককে দেখা গেল চিনের প্রধানমন্ত্রী লি ছিয়াং-এর সঙ্গে। সংবাদমাধ্যম সুত্রে জানা যায়, সেখানে মাস্ক কথা বলেছেন চিনে তাঁর সংস্থা টেস্লার ভবিষ্যৎ পরিকল্পনা ও আমেরিকা-চিনের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে। সুরক্ষার খাতিরে চিনে বিভিন্ন জায়গায় আমেরিকার সংস্থাটির গাড়ির উপরে বসা নিষেধাজ্ঞা নিয়েও আলোচনা হয়।
সূত্রের খবর, এই চিন সফরে বেজিং-এ স্টেট কাউন্সিল ও ‘পুরনো বন্ধুদের’ সঙ্গেও মাস্ক বৈঠকে বসতে পারেন ।ভারত সফর পিছনোর সম্পর্কে মাস্কের বক্তব্য ছিল, দুর্ভাগ্যবশত টেস্লার বিশেষ গুরুত্বপূর্ণ কাজের জন্যই তাঁর এই সফর পিছনো জরুরি হয়ে পরেছিল কিন্তু এ বছরের শেষে তা হওয়ার দিকেই তাকিয়ে আছেন তিনি। মাস্কের এই মন্তব্যের পরেই মোদী সরকারের বিরুদ্ধে বিরোধীরা তোপ দেগেছিলেন। আর তার পরেই মাস্কের চিন সফর তাই সংশ্লিষ্ট মহলের নজর কাড়ছে বলেই মত।
বিশেষজ্ঞদের মতে, বছরের শুরু থেকেই টেস্লার গাড়ি বিক্রি কমে যাওয়ায় দুশ্চিন্তার মুখে পড়েছেন মাস্ক। দর কমিয়েও গাড়ির বিক্রি বাড়ানো যায়নি। ত্রুটির কারণে ফেরাতে হয়েছে বহু ট্রাক । শেয়ার দর এতটাই নীচে নেমে গেছে যে, মুছে গিয়েছে গত বছরের সমস্ত মুনাফা। টেস্লা ১০% কর্মী ছাঁটাইয়ের কথাও জানিয়েছে । এইরকম পরিস্থিতিতে অন্যতম বড় বাজার চিনে মাস্কের সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।