এবার মৌসুমীর বিরুদ্ধে অভিযোগ আনল তারই বড় জামাই
৭০ দশকের জনপ্রিয় নায়িকা মৌসুমী। তার অভিনয় এবং রূপে মুক্ত ছিল গোটা ভারত। খুব কম বয়েসেই অভিনয় জগতে পা রেখেছিলেন তিনি। শুধু তাই নয় মাত্র ১৫ বছর বয়সেই পরিবারের চাপে তার বিয়েও হয়ে গিয়েছিল হেমন্ত মুখোপাধ্যায়ের ছেলে জয়ন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে। মাত্র আঠারো বছর বয়সেই তিনি মা হন। ২০১৯ সালে তার সেই বড় মেয়ের মৃত্যু হয়। তবে এবার উঠে এলো আর চাঞ্চল্যকর তথ্য মৌসুমীর বড় জামাইয়ের অভিযোগ তার স্ত্রীর মৃত্যুর জন্য নাকি দায়ী শাশুড়ি মা।
মৌসুমীর আরও এক মেয়ে রয়েছে। নিজের মেয়েদের নাকি তিনি শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করতেন। তার বড় মেয়ে যখন অসুস্থ ছিল, সেই সময় মাত্র পাঁচ মিনিটের জন্য তাকে দেখতে এসেছিলেন। এমনকি নিজের মেয়ের শেষ কাজেও নাকি আসেননি মৌসুমী। যদিও এই কথাগুলোকে পুরোপুরি মিথ্যে বলে দাবী করেন মৌসুমী।