টি-টোয়েন্টি আইপিএলে ইডেনে কলকাতা নাইট রাইডার্স ম্যাচ কেমন গেলো?

২০ ওভারে ২৬১ রান তুলেও একটা দল নিশ্চিন্ত থাকতে পারছে না। বিপক্ষ আট বল বাকি থাকতে সেই রান তুলে দিচ্ছে। এ বারের আইপিএলে শুক্রবার এমন ঘটনাই ঘটল। ইডেনে প্রথমে ব্যাট করে ২৬১ রান করে কলকাতা নাইট রাইডার্স। পঞ্জাব কিংস সেই রান তাড়া করে ম্যাচ জিতে নেয়। যা দেখে পঞ্জাবের ভারপ্রাপ্ত অধিনায়ক স্যাম কারেনের মনে হচ্ছে এটা ক্রিকেট নয়, বেসবল।

পঞ্জাব টানা ম্যাচ হারছিল। রান পাচ্ছিলেন না জনি বেয়ারস্টো। সেই সব কিছুই বদলে গেল। পঞ্জাব জিতল বেয়ারস্টোর করা শতরানে। ইংরেজ ব্যাটার ৪৮ বলে ১০৮ রান করেন। ২৪টি ছক্কা মারে দুই দল মিলে। যা টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বরেকর্ড। এর আগে কখনও কোনও দল ২৬১ রান তাড়া করে টি-টোয়েন্টি ম্যাচ জেতেনি। কারেন বলেন, “খুব স্বস্তি পেলাম। এই জয়টা দরকার ছিল। ক্রিকেট এখন বেসবল হয়ে গিয়েছে। তাই না? ২ পয়েন্ট পেয়ে ভাল লাগছে। কত রান হয়েছে ভুলে যাও। এই জয় আমাদের প্রাপ্য।”

বেয়ারস্টো রান পাওয়ায় খুশি কারেন। ইংরেজ সতীর্থ সম্পর্কে তিনি বলেন, “ও রান পাচ্ছিল না অনেক দিন ধরেই। বেয়ারস্টো রানে ফেরায় আমি খুশি।” সেই সঙ্গে শশাঙ্কের প্রশংসা করেছেন কারেন। তিনি বলেন, “ শশাঙ্ককে এই ম্যাচে চার নম্বরে ব্যাট করতে পাঠানো হয়। ও নিজেকে সেই জায়গায় প্রমাণ করে দিল। এ বারের মরসুমে পঞ্জাব শশাঙ্কের মতো এক জন ক্রিকেটারকে খুঁজে বার করেছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *