জীবনে এসেছে ছোট্ট নতুন প্রাণ, সেই খবর নিজেই জানালেন পিয়া

পিয়া চক্রবর্তীকে নিয়ে চর্চা কম হয়নি বিয়ের পর থেকেই। তিনি টলিউড অভিনেতা পরমব্রতর সঙ্গে বিয়ের পর থেকেই একের পর এক কটাক্ষ-সমালোচনার মুখে পড়েছেন। সোশ্যালে বেশ সরব পিয়া। তার এক পোস্টে জানা গেল, তার জীবনে নাকি নতুন এক প্রাণ এসেছে। তিনি এখন তাকে নিয়েই ব্যস্ত সময় পার করছেন। তাহলে কি পিয়া মা হলেন?

সেই অতিথির ছবি পোস্ট করে তিনি সোশ্যালে লিখেন, সোশ্যাল মিডিয়া থেকে আমি আনন্দের সঙ্গেই দূরে রয়েছি। কারণ এই ছোট্ট প্রাণটি আমার জীবন কেড়ে নিয়েছে। যাকে আমি আমার অফিস চত্ত্বর থেকে পেয়েছি গত সপ্তাহে। এত্ত নরম, উষ্ণ এবং গায়ে প্রচুর লোম। পিয়ার শেয়ার করা সেই ছবিগুলিতে দেখা গেছে তার বুকের ওপর ছোট্ট বিড়াল শুয়ে রয়েছে। যাকে নিয়ে ভীষণ ব্যস্ত পরম-পত্নী। এই বিড়ালটিকে নিয়ে কিছুদিন আগে পোস্ট করেছিলেন তবে জানাননি এটাকে কোথা থেকে তিনি নিয়ে এসেছেন। পিয়ার বুকের ওপরেই শুয়ে থাকতে দেখা গেছে বিড়াল ছানাটিকে।

প্রসঙ্গত, কিছুদিন আগে সোশ্যালে এই চারপেয়ের ছবি পোস্ট করে পিয়া তাকে দত্তক নেওয়ারও আর্জি জানিয়েছিলেন। তবে সেই পোস্টে সাড়া না মেলায় আপাতত পিয়া নিজের কাছেই তাকে রেখেছেন। তবে তিনি নিজেই বিড়ালটিকে ভবিষ্যতে দত্তক নিতে পারেন বলে জানিয়েছেন। গত বছর নভেম্বরে পরম-পিয়ার বিয়ের পর থেকে ট্রল-সমালোচনা শুরু হলেও পিয়ার প্রাক্তন অনুপমের বিয়ের পর সেই ট্রল-কটাক্ষ বন্ধ হয়ে যায়। এখন পিয়া পরমের সঙ্গে চুটিয়ে সংসার করছেন। আপাতত পরম, পিয়া ও তাদের দুই পোষ্যকে নিয়ে সুখের সংসার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *