প্রেমিকার বার্গারে কামড় বসাতেই প্রান গেল বন্ধুর  

গুলি করে বন্ধুকে মেরে ফেলল আরেক বন্ধু। বন্ধুর অপরাধ  ছিল যে,  সে তাঁর বন্ধুর প্রেমিকার জন্য আনা বার্গারে এক কামড় বসিয়েছিল।ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে পাকিস্তানে। করাচিতে এক যুবক তাঁর বন্ধুকে গুলি করে খুন করে। জানা গিয়েছে, মৃত ছেলেটির নাম আলি কিরিও। তিনি ছিল সেশন আদালতের বিচারপতির ছেলে। অন্যদিকে অভিযুক্ত যুবকের নাম ড্যানিয়েল। সে ছিল সিনিয়র পুলিশ সুপারিন্টেন্ডেন্টের ছেলে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সুত্রে জানা গিয়েছে, ড্যানিয়েল তাঁর প্রেমিকা সাজিয়াকে বাড়িতে আমন্ত্রণ করেছিলেন। সেখানে উপস্থিত ছিল ড্যানিয়েলের বন্ধু কিরিও ও তাঁর ভাই-ও। প্রেমিকা ও নিজের জন্যই বার্গার অর্ডার করেছিল ড্যানিয়েল। কিন্তু কিরিও হঠাৎ এসে তাঁর প্রেমিকার বার্গার থেকে এক কামড় খেয়ে নেয়। এতেই রেগে যায় ড্যানিয়েল।তারপর দুই বন্ধুর মধ্যে তুমুল ঝগড়া বাঁধে।  

দুই বন্ধুর মধ্যে চলে প্রচুর কথা কাটাকাটি । তার মাঝেই হঠাৎ ড্যানিয়েল বাড়ির নিরাপত্তারক্ষীর রাইফেল কেড়ে নিয়ে কিরিও-কে গুলি করে। তাঁকে সঙ্গে সঙ্গে  হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং সেখানেই চিকিৎসা চলাকালীন কিরিও নিঃশ্বাস ত্যাগ করে। ড্যানিয়েলকে খুনের অভিযোগে আটক করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *