কবে শুরু বন্দে ভারতের প্রথম পথচলা

বড় খবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। রাজ্যবাসীর সুবিধার কথা মাথায় রেখে ভারতীয় রেলের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছে বন্দে ভারত এক্সপ্রেস। বন্দে ভারত এক্সপ্রেসের পরিষেবায় মোটের উপর খুশি রেল যাত্রীরা।

বন্দে ভারত এক্সপ্রেস প্রথম পথচলা শুরু করে ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি। নয়া দিল্লি থেকে বারাণসী পর্যন্ত রুটে প্রথম গড়িয়েছিল দেশের সেমি হাইস্পিড এই ট্রেনের চাকা। বর্তমানে দেশের ২৪টি রাজ্যের ১০০টি রুটে চলছে বন্দে ভারত এক্সপ্রেস। প্রায় ২ কোটি মানুষ এখনো পর্যন্ত সফর করেছেন বন্দে ভারত এক্সপ্রেসে।

আধিকারিকরা জানান, ২০২৩-২৪ আর্থিক বছরে বন্দে ভারত এক্সপ্রেস এতটা রাস্তা পাড়ি দিয়েছে, যা পৃথিবীর চারপাশে ৩১০ টি ঘূর্ণনের সমান। প্রায় ৯২% আসন সংরক্ষিত হয় বন্দে ভারতে। চন্দ্রশেখর গৌড় বলছেন, বন্দে ভারত থেকে রেলের কত টাকা আয় হচ্ছে তার আলাদা হিসাব রাখা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *