হঠাৎ কেন ঋষভ পন্থকে ক্ষমা চাইতে হল ?  

বুধবারের ম্যাচে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে দিল্লির ক্যাপ্টেন ঋষভ পন্থ  ৪৩ বলে অধিনায়োকচিত ৮৮ রান করেছেন। ফের নিজের ছন্দে ফিরেছেন ঋষভ। তিনি যদি মাঠে থাকেন তাহলে  প্রতিপক্ষ টিমের ক্রিকেটাররা, ডাগআউটে থাকা তাঁর টিমের ক্রিকেটাররা এবং সাপোর্ট স্টাফরা সবাই সতর্ক থাকেন। শুধু তাই নয়, গ্যালারিতে থাকা দর্শক থেকে শুরু করে ম্যাচ কভার করা ক্যামেরাম্যানরাও একটু বেশি সতর্ক থাকেন। কিন্তু কেন? আসলে ঋষভ একবার ছন্দ পেয়ে গেলে এমন ব্যাটিং তাণ্ডব দেখান যে তাতে যে কারও মাথায় গিয়ে বল পড়তে পারে। তেমনি ঘটনা ঘটালো পন্থ গুজরাট টাইটান্সের বিরুদ্ধে আইপিএলের (IPL) ম্যাচেও । টিমকে জিতিয়ে তিনি খুশি ঠিকই, কিন্তু ম্যাচের শেষে তাই ক্ষমাও চেয়েছেন একজনের কাছে।

বুধবার রাতে শুভমন গিলদের বিরুদ্ধে  ম্যাচ চলাকালীন তাঁর একটি শটে আহত হন বিসিসিআইয়ের এক ক্যামেরাপার্সন। তারপর ম্যাচ শেষ হতেই ঋষভ দিল্লির কোচ রিকি পন্টিংয়ের সঙ্গে মাঠে গিয়ে সেই ক্যামেরাপার্সনের কাছে ক্ষমা চান।ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সোশ্যাল মিডিয়া সাইটে ১৪ সেকেন্ডের ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে তিনি বলেন, ‘দুঃখিত দেবাশিষ ভাই। আপনাকে আঘাত করার ইচ্ছা আমার ছিল না। তবে আমি মনে করি আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। তোমাকে শুভেচ্ছা জানাই।’এই ভিডিয়োটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ।

 ঋষভ পন্থকে এমনিতেই অনেকে ভালোবাসেন। তাঁর ক্রিকেট খেলার জন্য সঙ্গে তাঁর মিশুকে এবং সদাহাস্য স্বভাবও অনেকের পছন্দের। তিনি ছন্দে ফেরায় অনেকেই বলছেন, বিশ্বকাপ টিকিট এ বার ঋষভের জন্য পাকা হয়ে গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *