নাটকীয় ম্যাচে গোয়াকে হারিয়ে আইএসএল ফাইনালে এক ধাপ মুম্বইয়ের

মাত্র ৬ মিনিটের ব্যবধানই তিন গোল। ইনজুরি টাইমে ম্যাজিক দেখাল মুম্বই সিটি এফসি। আইএসএল ফাইনালে ওঠার পথে আরও এক ধাপ এগিয়ে গেল মুম্বই সিটি। ২ গোলে এগিয়ে থেকেও ঘরের মাঠে ম্যাচ হারতে হল এফসি গোয়াকে। তাই শেষ হাসি মুম্বইয়েরই। আইএসএলের শুরুটা মোটেই ভালো হয়নি এফসি গোয়ার।শুরুর দিকে কমলা জার্সিধারীদের পাঁচটির মধ্যে তিনটি ম্যাচই হারতে হয়েছিল ।কিন্তু তার পর শেষ পাঁচ ম্যাচে চারটিতে জিতে প্লে অফে উঠেছিল এফসি গোয়া। তবে আইএসএলের সেমিফাইনাল খেলতে নেমে ব্র্যান্ডন ফার্নান্ডেজদের অপ্রতিরোধ্য ফর্ম ধাক্কা খেল। ইনজুরি টাইমে মুম্বইয়ের দাপটের কাছে শেষপর্যন্ত হার মানতে হল গোয়াকে।

অন্যদিকে লিগ পর্বের শেষ ম্যাচে মোহনবাগানের কাছে পরাজিতে হয়ে লিগ শিল্ড হাতছাড়া হয় মুম্বইয়ের।এরপর ঘরের মাঠে রাহুল ভেকে, আকাশ মিশ্রদের বোকা বানিয়ে ১৬ মিনিটেই গোল করেন গোয়ার থাংজাম। দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে গোল করেন গোয়ার ব্র্যান্ডনের। ৯০ মিনিট পর্যন্ত এই লিড ধরে রেখেছিল গোয়া। জয় প্রায় নিশ্চিত বলেই ধরে নিয়েছিলেন তাদের ভক্তরা।

কিন্তু মুম্বইয়ের পরিকল্পনা ছিল এর থেকে একেবারেই আলাদা। ইনজুরি টাইম হিসাবে মাত্র ৬ মিনিট বরাদ্দ ছিল । ওই সময়ের মধ্যেই ম্যাচের রং একবারে বদলে ফেললেন ছাংতেরা। নির্ধারিত সময়ের শেষ মিনিটে ছাংতে গোলে বল ঠেললেন ।বিক্রম প্রতাপ সিং ফিরতি বল থেকে পরের মিনিটেই আবার গোল করেন । ম্যাচে সমতা ফেরানোর পরেই বিপক্ষের রক্ষণ নিয়ে কার্যত ছিনিমিনি খেলতে থাকে মুম্বই সিটি । ম্যাচের শেষ মুহূর্তের আগেই আবারও ছাংতের গোল। আইএসএল ফাইনালের পথে একধাপ এগিয়ে গেল মুম্বই সিটি এফসি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *