ইটালির ঘরোয়া লিগে আবার ইন্টার মিলানের জয়।এবারের মিলান ডার্বিতে তারা ২-১ গোলে এসি মিলানকে হারিয়ে দিল।আর এই জয়ের মধ্যে দিয়েই নিশ্চিত হয়ে গেল লিগ খেতাবও। ফ্রান্সেসকো এসার্বি এবং মার্কাস থুরাম গোল করলেন। এসি মিলানের থেকে ১৭ পয়েন্টে এগিয়ে গিয়ে ইন্টার মিলান লিগ নিশ্চিত করে ফেলল। এই নিয়ে ইন্টার মিলান ২০ বার ইটালির ঘরোয়া লিগ ‘সিরি আ’ জিতল ।
গত বার লিগ জিতে চমকে দিয়েছিল প্রয়াত মারাদোনার দল নাপোলি।তবে এবার নাপোলি রয়েছে অষ্টম স্থানে। এমনকি, যে জুভেন্টাস টানা এক দশক ধরে লিগে দাপট দেখিয়েছিল, তারাও আর লড়াইয়ে থাকতে পারছে না। ইন্টার মিলান শেষ বার সিরি আ জিতেছিল ২০২১ সালে। আবার ঘরোয়া লিগ ইন্টারের হাতে উঠল।
আর্জেন্টিনার ফুটবলার তথা ইন্টারের অধিনায়ক লাউতারো মার্তিনেস ম্যাচের পর বলেছেন, তাঁর প্রচণ্ড কাঁদতে ইচ্ছা করছে। এই দিনটা দেখার জন্য কত পরিশ্রম করেছেন তারা। যোগ্য দল হিসাবেই তাঁরা জিতেছেন এই লিগ । অসাধারণ একটা মরসুম কাটালেন। তবে এখানেই থেমে যেতে চান না তাঁরা। পাঁচ ম্যাচ বাকি থাকতেই লিগ জিতেছে ইন্টার মিলান। কোনও দলই তাদের আর ধরতে পারবে না।