ভোটের মাঝে মোদির ঢালাও প্রশংসা জেপিমর্গানের CEO-র

মার্কিন শিল্পপতি তথা জেপিমর্গ্যানের সিইও জেমি ডিমোন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসায় পঞ্চমুখ হলেন । সম্প্রতি ডিমোন বলেছেন , মোদি ভারতে আবিশ্বাস্য কাজ করছেন । মার্কিন সরকারের প্রশাসনিক আধিকারিকরা মনে করেন যে এভাবেই দেশ চালানো উচিত ভারতের। এর আগে ৪০ কোটি মানুষের কাছে শৌচালয় ছিল না।কিন্তু আজকে তাঁদের দারিদ্রসীমার বাইরে এনেছেন ভারতের প্রধানমন্ত্রী মোদী।

সম্প্রতি নিউ ইয়র্কের ইকোনমিক ক্লাবে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে ডিমোন ভারতের প্রধানমন্ত্রী মোদির শাসনকালের ঢালাও প্রশংসা করেন। জেপিমর্গ্যানের সিইও উচ্ছ্বসিত  হয়ে বলেন,মোদী সরকার শিক্ষাক্ষেত্র এবং পরিকাঠামোতে অবিশ্বাস্য কাজ হয়েছে গত এক দশকে। কড়া ব্যক্তিত্বের অধিকারী মোদি পুরনো আমলাতান্ত্রিক ব্যবস্থাকে ভেঙে দিয়েছেন এবং ভারতের নয়া কর কাঠামো দুর্নীতি রুখে দিচ্ছে।

তবে ডিমোন মোদির প্রশংসা করলেও বিভিন্ন সময়ে মার্কিন মিডিয়া মোদির সমালোচনাতেও মুখর হয়েছে। বিভাজনের রাজনীতি, রাজনৈতিক ও ব্যবসায়িক প্রতিপক্ষকে শায়েস্তা করতে সরকারি এজেন্সিগুলিকে ব্যবহার এবং দেশবিরোধী তকমা দিয়ে প্রতিবাদীর কণ্ঠরোধ- এইসব ইস্যুতে সমালোচনা হয়েছে ভারতের প্রধানমন্ত্রীর। যদিও প্রতিবারই শাসক দল বিজেপি সমস্ত অভিযোগ উড়িয়ে মার্কিন মিডিয়া রিপোর্টকে পক্ষপাতদুষ্ট বলে আখ্যা দিয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *