সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত ভূমিকম্প এবং তার পরবর্তী কম্পনের ফলে বার বার কেঁপে উঠছে তাইওয়ান।সর্বোচ্চ কম্পনের রিখটার স্কেলে তীব্রতা ৬.৩। তাইওয়ানের সেন্ট্রাল ওয়েদার অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে জানানো হয়েছে, সোমবার বিকেল ৫টা ৮মিনিটে তাইওয়ানের রাজধানী তাইপেইয়ে প্রথম কম্পনটি অনুভূত হয়। এই কম্পনের তীব্রতা রিখটার স্কেলে ছিল ৫.৫। আর তারপর মঙ্গলবার সকাল পর্যন্ত বার বার পরবর্তী কম্পনে কেঁপে উঠেছে তাইওয়ানের রাজধানী।
মঙ্গলবার রাত আড়াইটে নাগাদ আবার ৬.০ তীব্রতা সম্পন্ন কম্পন অনুভূত হয় সেখানে। তার ছ’মিনিট পর আবার ভূমিকম্প হয় তাইপেইয়ে। যার এই কম্পনের তীব্রতা ছিল ৬.৩। তাইওয়ানে যত বার ভূমিকম্প হয়েছে, তার মধ্যে সর্বোচ্চ ছিল এটি।তাইওয়ানের পূর্ব দিকে হুয়ালিয়েন এলাকা ছিল কম্পনের উৎসস্থল। কম্পনের ফলে হতাহতের কোনও খবর বা বিশেষ কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই স্থানীয় সূত্রে খবর।
গত ৩ এপ্রিলে তাইওয়ানের হুয়ালিয়েন এলাকায় হওয়া ভূমিকম্পে এখনও পর্যন্ত ১৪ জন মারা গিয়েছেন। রিখটার স্কেলে সেই কম্পনের তীব্রতা ছিল ৭.২। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, তার পর থেকে অন্তত এক হাজার বার কেঁপে উঠেছে তাইওয়ান। তবে পরবর্তী কম্পনগুলির তীব্রতা তেমন প্রবল নয় বলেই জানা যায়।