মাইগ্রেনের সমস্যায় রোদে বেরোনোর আগে মানুন কিছু টোটকা  

এই মারাত্মক গরমে কীভাবে মাইগ্রেনের কষ্টকে দূরে সরিয়ে রাখবেন? রোদে বেরোলে জাঁকিয়ে বসে মাইগ্রেনের সমস্যা। তার সঙ্গে গরমে ডিহাইড্রেশন, মানসিক চাপের মতো বিষয়গুলো মাইগ্রেনের যন্ত্রণাকে আরও বাড়িয়ে দেয়। মাইগ্রেন হচ্ছে জিনঘটিত রোগ। মস্তিষ্কের ‘ট্রাইজেমিনাল নার্ভ’ উত্তেজিত হয়ে পড়লে মাথার যন্ত্রণা শুরু হয়ে যায়। আর একবার মাথাব্যথা শুরু হলে তা সহজে কমে না। কিন্তু এই গরমে কয়েকটি দৈনন্দিন জীবনে কয়েকটি টিপস মেনে চললে মাইগ্রেন থেকে দূরে থাকতে পারবেন।

মাইগ্রেনের উপসর্গ মাথাব্যথা শুরু হওয়ার এক থেকে দু’দিন আগেই লক্ষ্য করা যায়। এটি ‘প্রোড্রোম’ নামে পরিচিত। ক্লান্তি, দুর্বলতা, হতাশা, খাবার খাওয়া ইচ্ছে কমে যাওয়া, বিরক্তি, ঘাড় শক্ত হয়ে যাওয়ার মতো উপসর্গগুলো এড়িয়ে যাবেন না।দিনে পর্যাপ্ত পরিমাণ জল না খেলে মাইগ্রেনের ব্যথা হয়ে থাকে। জল কম খাওয়ার ফলে শরীর ডিহাইড্রেটেড হয়ে যায়। এই গরমে মাইগ্রেনের সমস্যাকে দূরে রাখতে হলে দিনে অন্তত ৪ লিটার জল পান করতে হবে। খেয়াল রাখতে হবে  শরীরে যেন জলশূন্যতা তৈরি না হয়। প্রয়োজনে ডাবের জল, ফলের রস, শরবতও খেতে পারেন।

মাইগ্রেনের বড় লক্ষণ চড়া রোদে বেরোলেই মাথা ধরে যায় । এই চাঁদিফাটা রোদে বাইরে বেরোনো থেকে এড়িয়ে চলাই ভাল। কিন্তু কাজে বেরোতেই হবে। সেক্ষেত্রে ছাতা, টুপি, সানগ্লাস ব্যবহার করুন। প্রয়োজনে সুতির স্কার্ফ দিয়ে মাথা, মুখ-চোখ ঢেকে রাখুন।মাইগ্রেনের সমস্যা থেকে দূরে থাকতে হলে তেল-মশলাদার খাবার, চা-কফি, মদ্যপান এড়িয়ে চলুন। মাথা ব্যথা এড়াতে মরশুমি সবজি, ফল, আমন্ড, দানাশস্য, আদা ইত্যাদি খান। এতে মাইগ্রেনের সমস্যা থেকে দূরে থাকতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *