ক্যাটরিনাকে নিয়ে কি প্রেমের ধারণা বদলে গিয়েছে ভিকির?

দেখতে দেখতে বিয়ের দু’বছর পার করে ফেলেছেন তাঁরা। বেশ কয়েক বছর ধরে চুপি চুপি প্রেম করার পর ২০২১ সালে অবশেষে গাঁটছড়া বাঁধেন ভিকি কৌশল-ক্যাটরিনা কইফ। ভিকি মধ্যবিত্ত পঞ্জাবি পরিবারের ছেলে। অন্য দিকে, ক্যাটরিনা হলেন বিদেশিনী। তবে তাঁদের দু’জনের মধ্যে বোঝাপড়া দারুণ। কিন্তু সম্পর্কে জড়ানোর পরে ভিকিকে একটা সময় বড্ড ‘খিটখিটে’ ও ‘বদমেজাজি’ বলেই মনে হত ক্যাটরিনার। পাশপাশি, বিয়ের পর ক্যাটরিনার যে মাথাগরম হয়ে যায় মাঝেমধ্যে, সেই প্রসঙ্গে মুখ খোলেন ভিকি। তবে বিয়ের পর কি তাঁদের প্রেমে কোনও বদল এসেছে? সম্প্রতি ‘কপিল শর্মা শো’-তে এসে সেই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা।

বলিউড পরিচালক ও প্রযোজক কর্ণ জোহরের ‘কফি উইথ কর্ণ’ টক শোয়ে এসে প্রথম ভিকির কথা উল্লেখ করেন ক্যাটরিনা। সে কথা কর্ণ পরের একটি পর্বে ভিকিকে জানাতেই, মজার ছলে মাথা ঘুরে পড়ে যাওয়ার ভান করেন ‘উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক’ খ্যাত অভিনেতা। ভিকি ও ক্যাটরিনা তার পরেই নাকি একে অপরের সঙ্গে পরিচিত হন। বন্ধুত্ব গড়ায় প্রেমে। তার পর হলো বিয়ে। তবে তাঁরা বিয়ের পর একে অপরকে আরও ভাল ভাবে বুঝছেন। কিন্তু প্রেমের সংজ্ঞা এখনও এক তাঁদের কাছে। ভিকি বলেন, ‘‘ বিয়ের আগে আমরা একসঙ্গে সময় কাটানোকেই প্রাধান্য দিয়েছি, বিয়ের পরও তার বদল ঘটেনি।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *