মেট্রোর তরফে সুখবর

যাত্রীদের কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গের মহানগরীর বুকে বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে। এবার থেকে মেট্রোতে চড়তে চড়তে কামরার ভিতরেই দেখা যাবে কার্টুন। মূলত যাত্রীদের মনোরঞ্জনের জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই পদক্ষেপ নিয়েছে কলকাতা মেট্রো।

এবার থেকে মেট্রোতে চড়লেই আপনাদের মনোরঞ্জনের জন্য হাজির থাকবে ‘টম অ্যান্ড জেরি’ কার্টুন। আর এর নেপথ্যে কলকাতার আন্ডারওয়াটার মেট্রো পরিষেবা। তবে সমস্ত মেট্রো রুটে এইসব মেট্রো পরিষেবা মিলবেনা।

আপাতত দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন পর্যন্ত নর্থ-সাউথ রুটের মেট্রোতেই এই বিশেষ সুবিধা পেতে পারবেন আম জনতা। মেট্রোর ডিজিটাল ডিসপ্লেতে দেখানো হবে ছোটবেলার অন্যতম জনপ্রিয় শো ‘টম অ্যান্ড জেরি’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *