আইনি পথে হাঁটতে চলেছেন ডায়মন্ড হারবার কেন্দ্রের তৃণমূল প্রার্থী

লক্ষ্য এখন একটাই, আসন্ন লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ চলছে জোর কদমে প্রস্তুতি৷ এরই মাঝে নির্বাচনের আগে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দল। এরই মাঝে ডায়মন্ড হারবার কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টারে আয়কর তল্লাশি।

এবার আয়কর দফতরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগেই কপ্টার তল্লাশি নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকে চিঠি দিয়েছে তৃণমূল। চিঠি দিয়ে বঙ্গ শাসকদলের অভিযোগ, বিজেপির হয়ে কাজ করছে আয়কর দফতর।

আয়কর দফতর ক্ষমতার অপব্যবহার করে বিশেষ ক্ষেত্রে অতিসক্রিয়তা দেখাচ্ছে। ওদিকে আয়কর দফতর সূত্রে জানানো হয়েছে, ভোটের সময় কোনও অভিযোগ এলে সেই অভিযোগের ভিত্তিতে তল্লাশি চালায় কুইক রেসপন্স টিম। এক্ষেত্রেও নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শুধুমাত্র রুটিন তল্লাশি চালানো হয়েছে তৃণমূল নেতার চপারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *