শিল্পা শেঠিকে কেন ‘ঘর ভাঙানি’র তকমা পেতে হয়েছিল?

তাঁদের প্রায় ১৪ বছরের সংসার। তাঁরা এখন দুই সন্তানের মা-বাবা। শিল্পপতি রাজ কুন্দ্রার সঙ্গে ২০০৯ সালে ঘর বাঁধেন শিল্পা শেট্টি। যদিও তাঁরা বিয়ের আগে প্রায় দু’বছর সম্পর্কে ছিলেন। রাজ সেই সময় বিবাহিত ছিলেন। শিল্পপতির তৎকালীন স্ত্রী ছিলেন কবিতা কুন্দ্রা। শিল্পার সঙ্গে রাজের সম্পর্কের খবর জানাজানি হতেই ‘ঘর ভাঙানি’র তকমা জোটে শিল্পার কপালে। কবিতা তাঁর ও রাজের সম্পর্ক ভাঙার কারণ হিসেবে শিল্পাকে দায়ী করেছিলেন। সেই অপবাদ জুটতেই কী অনুভূতি হয় অভিনেত্রীর? সে কথাই জানালেন সম্প্রতি এক সাক্ষাৎকারে|

বিয়ে করার সময় থেকে বার বার শুনতে হয়েছে, টাকার জন্যই নাকি শিল্পা রাজকে মন দিয়েছিলেন। এ বার অভিনেত্রী জানালেন, রাজ ধনী। তাঁর থেকেও ধনী ব্যক্তিরা ছিলেন, যাঁরা বিয়ে করতে চেয়েছিলেন তাঁকে। ইন্ডাস্ট্রির অন্দরেই তাঁকে ‘গোল্ড ডিগার’-এর তকমা দেন কেউ কেউ। যদিও এই প্রসঙ্গে শিল্পা বলেন, ‘‘যখন বিয়ে করি রাজকে, সেই সময় ব্রিটেনে ভারতীয় বংশোদ্ভূত ধনী ব্যবসায়ীদের মধ্যে অন্যতম ছিল সে। তবে আমার মনে হয়, লোকে হয়তো আমাকে নিয়ে গুগ্‌ল করতে ভুলে গিয়েছিল। তখনও আমি ধনী ছিলাম। এখনও আমি ধনীই আছি।

আমি কর থেকে জিএসটি, সবটাই আমার নিজের অর্জিত অর্থ থেকে দিই।’’ তবে তাঁর উপর কবিতার তোলা অভিযোগ তাঁর শরীরে নাকি বেশ প্রভাব ফেলে। শিল্পা জানান, তিনি রীতিমতো অসুস্থ হয়ে পড়েছিলেন। অভিনেত্রী নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়েছেন, তিনি প্রথম থেকেই রাজকে বলে দিয়েছিলেন, তিনি যত ক্ষণ বিবাহিত সম্পর্কে রয়েছেন, তত ক্ষণ তাঁদের মধ্যে বন্ধুত্বের থেকে বেশি কিছু সম্ভব নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *