আইএসএল ফাইনাল হতে পারে কলকাতার যুবভারতীতে

লিগ-শিল্ডের পর এবার আইএসএলের ফাইনাল আয়োজনকে কেন্দ্র করেও কলকাতা ও মুম্বইয়ের মধ্যে লড়াই শুরু হয়েছে।তবে সপ্তাহখানেকের মধ্যেই ফাইনালের কেন্দ্র চূড়ান্ত করা হবে।২০১৪ সালে কলকাতার যুবভারতীতে আইএসএলের উদ্বোধন করা হয়েছিল । কিন্তু কলকাতায় কখনও ফাইনাল হয়নি। তবে আইএসএলের দশম বর্ষকে স্মরণীয় করে রাখতেই কলকাতাকে নিয়ে আয়োজকদের চিন্তা ভাবনায় রয়েছে ।

কিন্তু ফাইনাল আয়োজনের দৌড়ে মুম্বইও রয়েছে। সূত্রের জানা যাচ্ছে, কলকাতার দুই প্রধান যদি ফাইনালে উঠত তবে নিশ্চিত ভাবেই কলকাতাতেই ফাইনাল খেলা হত।তবে ইস্টবেঙ্গল ছিটকে যাওয়ায় কিছুটা হলেও ধাক্কা খেয়েছে আয়োজকরা।

 ফাইনালে মোহনবাগান উঠলেও তাদের আশঙ্কা,যুবভারতীর প্রায় ৬৩ হাজার দর্শকাশন ভরবে কি না তা নিয়ে। এই কারণেই বিকল্প হিসেবে মুম্বই-এর কথা চিন্তা করা হচ্ছে। কিন্তু যুবভারতীতে আয়োজিত মোহনবাগান বনাম মুম্বই ম্যাচে ষাট হাজারেরও বেশি দর্শক হওয়ায় সেই চিন্তা অনেকটাই দূর হয়েছে।অতএব সবকিছু ঠিক ঠাক  থাকলে যুবভারতীতেই প্রথমবার আইএসএলের ফাইনাল হতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *