লিগ শিল্ড চ্যাম্পিয়ন হল মোহনবাগান। যুবভারতী ক্রীড়াঙ্গনে মুম্বই সিটিকে হারিয়ে ভারতসেরা হল লোপেজ হাবাসের ছেলেরা। আর তারপর থেকেই অভিনন্দনের জোয়ারে ভেসে যাচ্ছে মোহনবাগান।এবার ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো জানালেন অভিনন্দন। ফিফা প্রেসিডেন্ট ইনস্টাগ্রাম স্টোরিতে মোহনবাগান কোচ আন্তোনিও হাবাস ও তাঁর ছেলেদের ছবি পোস্ট করে লিখেছেন, প্রথমবার লিগ শিল্ড চ্যাম্পিয়ন হওয়ায় মোহনবাগানকে অভিনন্দন।
হাবাস ও তাঁর দলের ছবির উপরে লেখা লিগ উইনার্স।ফিফা ভারতীয় ফুটবল নিয়ে আগাগোড়াই আগ্রহী ।এক্ষেত্রে উল্লেখ্য, প্রাক্তন ফিফা প্রেসিডেন্ট শ্যেপ ব্লাটার ভারতকে ‘স্লিপিং জায়ান্ট’ বলে উল্লেখ করেছিলেন। ব্লাটার ২০০৭ সালে ভারত সফরে আসেন। সে বছর ব্লাটার যুবভারতী ক্রীড়াঙ্গনে বসে মোহন-ইস্ট ডার্বি দেখেছিলেন । মোহনবাগানের পাশাপাশি বেয়ার লেভারকুসেনকে প্রথমবার বুন্দেশলিগা চ্যাম্পিয়ন হওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন ইনফান্তিনো।
অপর দিকে সোমবার রাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোহনবাগানকে অভিনন্দন জানিয়েছিলেন।এই সবুজ-মেরুন দলে রয়েছেন দিমিত্রি পেত্রাতোস, জেসন কামিন্স ও ব্রেন্ডন হ্যামিল এ লিগের এই তিন প্রাক্তনী।এই তিন তারকা ভারতসেরা হওয়ার অন্যতম কারিগর । মোহনবাগানের লিগ শিল্ড জয়ের পরে অভিনন্দনের বার্তা ভেসে আসছে বিভিন্ন প্রান্ত থেকে। কিন্তু মোহনবাগান কোচ আন্তোনিও হাবাস ঘোর বাস্তববাদী। তিনি এখনই কোন উৎসব চান না। কারন হাবাসের পাখির চোখ রয়েছে আইএসএল সেমিফাইনালে।