উপত্যকায় ফের রক্ত ঝড়ল।জঙ্গিদের গুলিতে প্রাণ গেল এক পরিযায়ী শ্রমিকের।জানা গিয়েছে, মৃত যুবক বিহারের বাসিন্দা ছিলেন।বুধবার সন্ধেয় দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার বিজবেহারা এলাকায় গুলি করে খুন করা হয় বিহার থেকে আসা ওই পরিযায়ী শ্রমিককে।ঘটনার পরই গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ।জেদাহিদের খোঁজে শুরু করা হয় তল্লাশি অভিযান।
পুলিশ সূত্রে খবর, এদিন অনন্তনাগের বিজবেহার অঞ্চলে এক পরিযায়ী শ্রমিকের উপর এলোপাথাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায় জঙ্গিরা।গুলিবিদ্ধ হন একজন রাজা শাহ নামে বিহারের ওই যুবকের পেটে ও ঘাড়ে গুলি লাগে।গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় রাজার।
এর আগে উপত্যকায় বহুবার জঙ্গিদের ‘টার্গেট’ হয়েছেন পরিযায়ীরা।গত সপ্তাহে কাশ্মীরের সোপিয়ান জেলার পাদপয়ান এলাকায় রঞ্জিত সিং নামে এক পরিযায়ী গাইডকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা।রঞ্জিত ওই সময় কয়েকজন বিদেশি পর্যটকদের নিয়ে স্থানীয় একটি রেস্তরাঁয় খাবার খাচ্ছিলেন।তখনই মুখ ঢেকে জঙ্গিরা আসে।গুলি চালিয়ে পালিয়ে যায়।এই ঘটনার কয়েকদিনের মাথাতেই জেহাদিদের হামলায় প্রাণ গেল বিহারের শ্রমিকের।