শুক্রবার কোচবিহার-সহ বাংলার তিন আসনে লোকসভা নির্বাচন।ভোট এলে স্বাভাবিকভাবেই কোচবিহারবাসীর কাছে টাটকা হয়ে ওঠে শীতলকুচি কাণ্ডের স্মৃতি। এবারও কিছু অন্যথা হয়নি।তবে এই পরিস্থিতি মাথায় রেখে নির্বাচনের দিন কোচবিহারে থাকার সিদ্ধান্ত নেন রাজ্যপাল সিভি আনন্দ বোসের। সূত্রের খবর, আগামিকাল সকালে কোচবিহারের জন্য রওনা হবেন তিনি।
নির্বাচন মানেই যেন একটা আতঙ্ক।কোচবিহারে এই ভয় আরও খানিকটা বেশি।শীতলকুচি অনেকের কাছে ভোট দিতে যাওয়া মানেই গুলি খাওয়ার আতঙ্ক।কারণ ২০২১ সালে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ঘটে গিয়েছে ভয়ংকর কাণ্ড।তারপর কয়েক বছর পেরিয়ে গেলেও ভয় তাড়া করছে সকলকেই।এদিকে কোচবিহার মানেই একদিকে নিশীথ প্রামাণিক অন্যদিকে উদয়ন গুহ।ফলে প্রথম থেকেই নির্বাচন কমিশনের বাড়তি নজর কোচবিহারের দিকে।অশান্তির আশঙ্কা করে এবার ভোট চলাকালীন কোচবিহারে থাকার সিদ্ধান্ত নিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
রাজভবন সূত্রে খবর, আগামিকাল সকালে উত্তরবঙ্গ রওনা দেবেন তিনি।শুক্রবার অর্থাৎ প্রথম দফায় বাংলার তিন আসনে ভোট।তার মধ্যে রযেছে কোচবিহার।জানা গিয়েছে, ভোট চলাকালীন কোচবিহারেই থাকবেন তিনি।গোটা পরিস্থিতির উপর নজরদারি চালাবেন নিজেই।ভোট মিটলে সন্ধেয় ফিরবেন কলকাতায়।প্রসঙ্গত, বরাবারই রাজ্যের যে প্রান্তে অশান্তি হয়েছে ছুটে গিয়েছেন রাজ্যপাল।যার ফলে একাধিকবার রাজ্যের তরফে নিশানা করা হয়েছে।তা সত্ত্বেও সর্বদা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন রাজ্যপাল।