রণবীর সিং নাকি রণবীর কাপুর কে হবেন সুভাষ ঘাইয়ের ‘খলনায়ক’

১৯৯৩ সালে মুক্তি পেয়েছিল পরিচালক সুভাষ ঘাইয়ের ‘খলনায়ক’। সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত, জ্যাকি শ্রফ অভিনীত এই ছবি সেই সময় হইচই ফেলে দিয়েছিল বক্স অফিসে। শুধু ছবি নয়, খলনায়কের ‘চোলি কে পিছে’ গানটিও বিতর্কের ঝড় তুলেছিল।বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, পরিচালক সুভাষ ঘাই এবার সেই ছবিরই সিক্যুয়েল আনতে চলেছেন।ইতিমধ্যেই নাকি ‘খলনায়ক ২’ ছবির স্ক্রিপ্ট তৈরি।খবর অনুযায়ী, সুভাষ ঘাই এখন এই ছবি তৈরির জন্য খলনায়ক খুঁজছেন।সঞ্জয় দত্তর বল্লু বলরাম চরিত্রের জন্য নাকি চার জনের কথা ইতিমধ্যেই ভেবে ফেলেছেন সুভাষ।

বলিউড সূত্র খবর অনুযায়ী, সুভাষ নাকি রণবীর কাপুর ও রণবীর সিংয়ের কথা ভেবেছেন।সুভাষ ঘনিষ্ঠদের খবর , ‘অ্যানিম্যাল’ দেখার পর নাকি সুভাষ রণবীর কাপুরের প্রশংসায় পঞ্চমুখ।কিন্তু সুভাষ নাকি ‘অ্য়ানিম্য়াল’ ছবির রণবীরের মধ্যেই খলনায়কের ছাপ দেখেছেন।অন্যদিকে, ‘পদ্মাবত’ ছবিতে রণবীর সিংয়ের অভিনয়ও ভালো লেগেছিল সুভাষ ঘাইয়ের।তবে সূত্র বলছে, রণবীর সিংয়ের তুলনায় ‘খলনায়ক ২’ হওয়ার দৌড়ে রণবীর কাপুরই নাকি একটু বেশি এগিয়ে।শোনা যাচ্ছে, দুই রণবীরই শুধু নয়, সুভাষ ঘাইয়ের মাথায় রয়েছে দুই দক্ষিণী তারকা যশ এবং আল্লু অর্জুন।

এই মুহূর্তে রণবীর কাপুর ব্যস্ত রয়েছেন ‘রামায়ণ’ ছবির শুটিংয়ে।অন্যদিকে রণবীর সিং নিজেকে তৈরি করছেন ‘ডন থ্রি’ ছবির জন্য।দুই রণবীরের মধ্যে এরকম লড়াই আগেও হয়েছিল।শোনা গিয়েছিল, ‘অ্যানিম্যাল’ ছবির জন্য নাকি প্রথম অফার পান রণবীর সিং।তবে এত হিংস্র ছবিতে অভিনয় করতে চাননি রণবীর।তার পরই নাকি পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার অফারকে লুফে নেন রণবীর কাপুর।দেখা যাক সুভাষ ঘাইয়ের ‘খলনায়ক ২’ কে শেষ হাসি হাসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *