দল ও প্রশাসনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরি কে হবেন, সেই নিয়ে শুরু হয়েছে আলোচনা।বৈদ্যুতিন সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বহুচর্চিত সেই প্রশ্নের জবাব দিলেন তৃণমূল সুপ্রিমো।সাফ জানিয়ে দিলেন, এটা দল ঠিক করবে।ডায়মন্ড হারবারের সাংসদের মধ্যে রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে, তাও জানালেন।অভিষেকের প্রশংসা করতেও ভুললেন না মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূলে অভিষেকের ভবিষ্য়ত নিয়ে তাঁকে প্রশ্ন করা হয়েছিল।জবাবে তৃণমূল সুপ্রিমো বলেন, “এটা দল ঠিক করবে।এই দলের একজন ডেডিকেটেড সোলজার।”ছেলেবেলা থেকেই অভিষেকের মধ্যে রাজনৈতিক সচেতনতা ছিল বলেই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ছেলেবেলার স্মৃতিচারণাও করেছেন তিনি।মমতা বলেন, “ছোটবেলা থেকে ওকে তৈরি করেছি।ওর যখন আড়াই বছর বয়স, হাজরায় তাঁদের মেরেছিল সিপিএম।তাঁর হাতে একটা ফ্ল্যাগ নিতে বলতেন, কেন দিদিকে মারলেন, সিপিএম জবাব দাও।তখন থেকে ওর পলিটিক্যাল মাইন্ডটা তৈরি হয়ে গিয়েছে।কলেজ পাশের পর থেকে ডাইরেক্টলি পলিটিক্সটা করেন।”
রাজনীতিতে ‘ইয়ং জেনারেশনের তো দরকার আছে’ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়।উদাহরণ হিসেবে সায়নী ঘোষ, দেবাংশু ভট্টাচার্যের লোকসভা ভোটের টিকিট পাওয়ার উল্লেখ করেন।