ফুলেছে মুখ-ঝরছে রক্ত, হঠাৎ কী হল দেশিগার্লের

মুখের একপাশ রক্তজমাট বেঁধে রয়েছে এবং চোখে মুখে ক্লান্তির ছাপ।সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করে অনুরাগীদের রীতিমতো চমকে দিলেন প্রিয়াঙ্কা চোপড়া। এই মুহূর্তে ফ্রান্সে হেডস অফ স্টেট সিরিজের শুটিংয়ে ব্যস্ত রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।সেখানেই অ্য়াকশন দৃশ্যের শুটিংয়ে রক্তাক্ত মেকআপে ছবি পোস্ট করেছেন তিনি।ছবি পোস্ট করে প্রিয়াঙ্কা লিখলেন, জানি না আর কতবার রক্তাক্ত হতে হবে।জানা গিয়েছে, ফ্রান্সে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে রয়েছে তাঁর মেয়ে মালতিও।ছবি শুটিংয়ের ফাঁকে মালতির সঙ্গে সময়ও কাটাচ্ছেন তিনি।ফ্রান্সে ঘুরে বেড়াতেও দেখা গিয়েছে মা ও মেয়েকে।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই ভারতে এসেছিলেন প্রিয়াঙ্কা। মুম্বইয়ে এসে প্রথমে ফারহান আখতার ও পরে সঞ্জয়লীলা বনশালির সঙ্গে একান্তে দেখাও করেন অভিনেত্রী। সূত্র বলছে, ফারহান আখতারের সঙ্গে ‘জি লে জারা’ ছবি নিয়ে কথা বলেছেন প্রিয়াঙ্কা। যে ছবিতে অভিনয় করার কথা ছিল আলিয়া ভাট ও ক্যাটরিনা কাইফের।তবে ছবি শুরুর আগেই প্রিয়াঙ্কা, আলিয়া ও ক্যাটরিনা ছবি ছেড়েছেন।সেই ‘জি লে জারা’ নিয়েই ফের নাকি ফারহানের সঙ্গে কথা বলেছেন বলিউডের দেশিগার্ল।

কোয়ান্টিকো’র পর থেকে হলিউডে মন দিয়েছেন প্রিয়াঙ্কা।১০ বছরের ছোট নিকের সঙ্গে ২০১৮ সালে সম্পর্কে জড়ান প্রিয়াঙ্কা।অল্প সময়েই প্রিয়াঙ্কাকে প্রপোজ করেন নিক। বিয়ে করতে দেরি করেননি প্রিয়াঙ্কা।ভারতে এসেই বিয়ে সেরেছেন অভিনেত্রী।রাজস্থানের উমেদ ভবনে জমকালো আয়োজন হয়। সেখানেই হিন্দু ও খ্রিস্টান মতে নিককে বিয়ে করেন তিনি। বিয়ের পর আমেরিকায় চলে যান প্রিয়াঙ্কা।এর মধ্যে একাধিক হলিউড ছবিতে অভিনয় করেছেন তিনি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *