হামলার পর সলমনের বাড়িতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, দিলেন বড় আশ্বাস

সলমন খানের বাড়ি গিয়ে এমনই আশ্বাস দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।রবিবার সলমনের বাড়ি মুম্বইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে গুলি চালায় দুই আততায়ী।সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, দুই বাইক আরোহী এলোপাথাড়ি গুলি চালিয়ে পালিয়ে যাচ্ছে।

যদিও এই ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই দুই অভিযুক্তদের গ্রেফতার করেছে মুম্বই পুলিশ।তারা বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে দাবি করেন পুলিশ।মঙ্গলবার সলমনের বাড়়িতে গিয়ে দেখা করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।তাঁকে স্বাগত জানাতে বাড়ির বাইরে বেরিয়ে আসেন খোদ সলমন খান।হুঁশিয়ারি দিয়ে বললেন, “লরেন্স বিষ্ণোইকে খতম করা হবে।”শিণ্ডের সঙ্গে করমর্দন করেন সলমন,একনাথ শিন্ডের সঙ্গে ছিলেন বিজেপিতে যোগ দেওয়া বাবা সিদ্দিকি ও তাঁর ছেলে জ়িশান।সলমনের বাবা সেলিম খানের সঙ্গেও হাত মেলান একনাথ শিন্ডে।সলমনের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলার পর বেরিয়ে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে মুখোমুখি হয়ে বলেন,” সলমনকে বলেছি সরকার আপনার সঙ্গে রয়েছে।দুই অভিযুক্তকেই গ্রেপ্তার করা হয়েছে।তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই মামলার একেবারে মূল পর্যন্ত পৌঁছব।কেউকে ছাড়া হবে না।কোনও গ্যাং কিংবা গ্যাংওয়ার বরদাস্ত করা হবে না।এটা হতেই দেব না।বিষ্ণোইকে খতম করে দেব।”

প্রসঙ্গত, কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ উঠেছিল সলমনের বিরুদ্ধে তারপর থেকেই সুপারস্টারকে নিজের শত্রু হিসেবে মানে বিষ্ণোইকে।এর আগে একাধিকবার সলমন খানকে হুমকি দিয়েছে সে।শোনা যাচ্ছে, রবিবারের হামলার নেপথ্যে রয়েছে বিষ্ণোই গ্যাংয়ের রোহিত গোদারা।যে কিনা রাজস্থান থেকে বিষ্ণোই গ্যাংয়ের কাজকর্ম অপারেট করেন।তারপর থেকেই সলমনের বাড়ির বাইরে প্রহরা আরও কড়া করা হয়েছে।এদিন শিণ্ডে সলমনের বাড়িতে আসার সময় নিরাপত্তা আরও জোরদার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *