ঘাটালের রামনবমীতে অনুষ্ঠানে  দেবের মুখে ‘জয় শ্রীরাম’, স্লোগান

সারা দেশে সাড়ম্বরে পালিত হচ্ছে রামনবমী।পবিত্র লগ্নে সূর্য তিলকে উজ্জ্বল হয়েছে রামলালার কপালে।এমন দিনেই রামনামে মজলেন তৃণমূলের তারকা প্রার্থী দেব।ঘাটালের মন্দিরে পুজো দেওয়ার পর জোরাল কণ্ঠে বললেন ‘জয় শ্রীরাম’।গলায় আবার পরলেন গেরুয়া উত্তরীয়।

এদিন লাল পাঞ্জাবি পরে ঘাটালের কুশপাতা প্রভু শ্রীরামচন্দ্র মন্দিরে গিয়েছিলেন দেব। সেখানে পুজো দেন এবং অনুরাগীদের সেলফির আবদার মেটান।তার পর মঞ্চে উঠে বলেন, “জয় শ্রীরাম, জয় জয় সীতা-রাম। রামনবমী উপলক্ষ্যে তাদের সকলেই অনেক অনেক শুভেচ্ছা জানাই। ধর্ম তাদের যা শেখায় সেটা হল শান্তির বার্তা।এটা রাজনৈতিক মঞ্চ নয়।এই সুযোগ দেওয়ার জন্য মন্দিরের, মন্দির কমিটির সকলকে ধন্যবাদ জানাই।সবাই ভালো থাকুন।শান্তিতে থাকুন, সুস্থ থাকুন।ঠাকুরের কাছে প্রার্থনা করুন মানুষ যেন শান্তিতে থাকে, মানুষ যেন ভালো থাকে।”

চব্বিশের লোকসভা ভোটের ফল নিয়ে বেশ আত্মবিশ্বাসী দেব।ঘাটালের দু’বারের তারকা সাংসদ এবার প্রচারের ময়দানে আমজনতার নাড়ির জড়িপ মেপে আগেভাগেই জানিয়ে দিয়েছেন, “গতবারের তুলনায় এবার আরও বেশি মার্জিনের ভোটে জিতব।”প্রচারের ময়দানেও  টলিউড সুপারস্টারের এই আত্মবিশ্বাসের ঝলক চোখে পড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *