কবে প্রকাশিত হবে মাধ্যমিকের রেজাল্ট

চলতি বছর পূর্ব ঘোষিত সময়েই শুরু হয়ে শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা। কবে প্রকাশিত ফলাফল এই জল্পনার মাঝেই এবার নয়া আপডেট। আগামী মে’তে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে পারে। চলতে থাকা এই জল্পনার মাঝেই জানা যাচ্ছে, মে’র দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিকের আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হতে পারে।

ওই একই দিনে পড়ুয়াদের মার্কশিট এবং সার্টিফিকেট দেওয়া হবে বলেও আপডেট সামনে আসছে। যদিও এই বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদের তরফে কিছু জানানো হয়নি। ইতিমধ্যেই মাধ্যমিকের নম্বর জমা পড়ার প্রক্রিয়া প্রায় শেষের দিকে বলেও সংশ্লিষ্ট সূত্রের দাবি।

মনে করা হচ্ছে ভোটগ্রহণের আগেরদিন বাদ দিয়ে দ্বিতীয় ও তৃতীয় দফা অথবা তৃতীয় ও চতুর্থ দফার মাঝের সময়ে মাধ্যমিকের ফলপ্রকাশ করা হতে পারে। ওদিকে ভোটের মরশুমেই প্রকাশ হতে পারে উচ্চমাধ্যমিকের ফলও। মাধ্যমিকের ফল প্রকাশের আগেই উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *