আসন্ন নির্বাচনের আগে চমক আইএসএফ-এর

লক্ষ্য এখন একটাই, আসন্ন লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ চলছে জোর কদমে প্রস্তুতি৷ এরই মাঝে নির্বাচনের আগে চমক দিতে তৈরী বিজেপি। তমলুক আসন থেকে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দাঁড় করিয়েছে বিজেপি।

এবার অভিজিতের বিরুদ্ধেই এক প্রতিবাদী চাকরিপ্রার্থীকে টিকিট দিল আইএসএফ। রাজ্যের চারটি লোকসভা কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। এর মধ্যে অন্যতম হল তমলুক। হাইভোল্টেজ এই আসন থেকে দাঁড় করানো হয়েছে চাকরিপ্রার্থী মাহিউদ্দিন আহমেদ ওরফে মাহিকে।

চাকরিপ্রার্থীদের আন্দোলনের অন্যতম মুখ ছিলেন মাহিউদ্দিন। ধর্মতলার এসএসসি ধর্নামঞ্চের সভাপতিও ছিলেন তিনি। ২০১৬ সালে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলা দায়ের করেন। এবার তিনিই নেমে পড়েছেন ভোট ময়দানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *