বাহাকে মনে আছে? অকালেই হারিয়ে গিয়েছেন ইষ্টিকুটুম খ্যাত এই জনপ্রিয় অভিনেত্রী, কারণ জানেন?

ছোটপর্দার অত্যন্ত জনপ্রিয় মুখ। আজও বাহামুনি নাম শুনলে সবার চোখে একটাই মুখ ভেসে আসবে। সত্য অভিনয় তে ঢুকেই তার অভিনয় দর্শকদের মন কেড়ে নিয়েছিল। দ্বিতীয় সিরিয়ালেই পৌঁছে গিয়েছিল জনপ্রিয়তার শীর্ষে। কিন্তু তারপরেই হঠাৎ করে তিনি সরে গেলেন সেই ধারাবাহিক থেকে। সেই সময়ে এই ঘটনাটি নিয়ে নানা গুজব ঘটেছিল। তবে আসল কারণ কী? তা আজও রয়ে গেছে ধোঁয়াশায়।

তবে সম্প্রতি অভিনেত্রী এই বিষয়ে মুখ খোলেন। তিনি ধারাবাহিক চলাকালীন শারীরিক সমস্যায় ভুগছিলেন। সেই সময় যদি তিনি অভিনয় চালিয়ে যেতেন তাহলে তিনি হয়তো আর বাঁচতেন না। এমনকি ধারাবাহিক মাত পথে ছাড়ার জন্য তার ওপরে কেসও করা হয়েছিল। তবে সেই কেস এখন মিটে গেছে। অভিনেত্রী ধারণা এই তকমা থেকেই তাকে আর কেউ ধারাবাহিকে সুযোগ দিতে চায় না। তবে বেশ কিছু সিনেমাতে তাকে অভিনয় করতে দেখা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *