আচমকা কী হল অভিনেত্রীর হিনা খানের  

টানা শুটিং ঠিক করে খাওয়ার সুযোগ পর্যন্ত নেই অভিনেত্রীর।তাতেই হিনা খানের হাল খারাপ।মুখে মাস্ক পরে বিছানায় শুয়ে অভিনেত্রী সেই ছবি শেয়ার করেছেন সোশাল মিডিয়াতে।তবে উদ্বিগ্ন অভিনেত্রীর অনুরাগীরা।রমজানের সময় থেকেই হিনার শরীর ভালো যাচ্ছে না।রোজা রেখে অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেত্রী।দিনভর খালি পেটে থেকে গ্যাস্ট্রোসোফাগাল রিফ্লাক্স হয়ে যায় তাঁর।ইনস্টাগ্রামে তিনি নিজেই জানিয়েছিলেন এই খবর।এর জন্য ভক্তদের কাছে ঘরোয়া টোটকাও চেয়েছিলেন তিনি কিন্তু তাতে বোধহয় বিশেষ লাভ হয়নি তাঁর।অসুস্থ শরীর নিয়েই কাজ করে চলেছেন হিনা খান।ইনস্টাগ্রাম স্টোরিতে নায়িকা জানান, শান্তিভাবে খাওয়ার সুযোগও পাননি তিনি।

এর পরই আবার মাস্ক পরা অবস্থায় শুয়ে থাকার ছবি শেয়ার করেন হিনা।তাতে লেখেন, “আজকাল এভাবেই আমাকে ঘুমাতে হচ্ছে সারা রাত মুখে মাস্ক নিঃশ্বাস পর্যন্ত নিতে পারছি না একটু প্রার্থনা করুন।” অনেক ওষুধ খেতে হচ্ছে হিনাকে।সে ছবিও শেয়ার করেছেন ইনস্টা স্টোরিতে।

হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী হিনা খান।এখন সিনেমাতেও কাজ করবেন তিনি।গতবছর নভেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যেও দুবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল অভিনেত্রী।হাসপাতাল থেকে নিজেই হাতে স্যালাইন দেওয়া ছবি শেয়ার করে ভক্তদরে উদ্বেগ বাড়িয়েছিলেন।দুর্বল শরীরেই অনুরাগীদের কাছে আর্জি রেখেছিলেন, তাঁরা সকলে যেন হিনার আরোগ্য কামনা করেন।এবারও সেই আর্জিই জানালেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *