কেকেআর তরুণের হেয়ারস্টাইল দেখে মুগ্ধ কিং খান

তিনি যে দলের আর একজন, সেটাই বারবার বোঝান শাহরুখ খান। খারাপ সময়ে টিমের পাশে থাকেন, প্লেয়ারদের ভরসা দেন। কোনও প্লেয়ারের ফর্ম খারাপ থাকলে তাঁকে উৎসাহ দেন ঘুরে দাঁড়ানোর জন্য। ম্যাচ শেষে আড্ডায় মেতে ওঠেন। কখনও আবার প্লেয়ারদের সঙ্গে নাচেও মেতে উঠতে দেখা যায়। শাহরুখ খান পুরোপুরি টিমম্যান। কলকাতা নাইট রাইডার্সের কর্ণধার এ বার টিমের এক প্লেয়ারের হেয়ার স্টাইলে মুগ্ধ।

কলকাতা নাইট রাইডার্স গত ম্যাচে ঘরের মাঠে খেলেছে  লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে । দিনের ম্যাচে সহজেই হারিয়েছে লখনউকে। এর আগে কেকেআর তিনবারের খেলাতে লখনউয়ের কাছে তিন বারই হেরেছিল । প্রথম বার লখনউকে হারিয়েছেন শ্রেয়সরা। সেদিন গ্যালারিতে উপস্থিত ছিলেন কিং খানও। পুরো ম্যাচেই টিমকে উৎসাহ দিয়ে গেলেন। ম্যাচ শেষে প্লেয়ারদের সঙ্গে মাঠেই আড্ডায় মাতলেন।

কেকেআর প্লেয়ারদের সঙ্গে শাহরুখের কিছু মুহূর্ত প্রকাশ করেছে কেকেআর। সেখানে সূয়াশ শর্মাকে দেখেই শাহরুখ খান তাঁর হেয়ারস্টাইলের প্রশংসা করেন। শুধু তাই নয়,তিনি তাঁর  ম্যানেজার পূজাকে ডেকে বলেন, সূয়াশের মতো হেয়ারস্টাইল চাই তাঁরও। এরপর যেন শাহরুখকে এই বিষয়টা মনে করিয়ে দেন পূজা। কিং খানের কথা শুনে সূয়াশের অবশ্য কথাই বন্ধ। শুধু মুগ্ধতার হাসি মুখে দাঁড়িয়ে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *