শর্তসাপেক্ষে রামনবমীর মিছিলে করার অনুমতি হাই কোর্টের

হুগলির শ্রীরামপুরের পর হাওড়া, রামনবমীর মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট।প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী দিয়ে রাম নবমীর মিছিল করার কথা জানিয়ে দিল আদালত।তবে মিছিলের ক্ষেত্রে বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত।তিনি স্পষ্ট জানান, ২০০ লোকের বেশি শোভাযাত্রায় অংশ নিতে পারবেন না।রাজ্য পুলিশকে মিছিল নিয়ন্ত্রণের দায়িত্ব নিতে হবে।দরকার হলে রাজ্য মিছিল নিয়ন্ত্রণ করার জন্য বাহিনী চাইতে পারবে কেন্দ্রের কাছে।শোভাযাত্রায় যাতে অতিরিক্ত লোক সমাগম না হয় সে ব্যাপারে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

গত কয়েক বছর ধরে রাজ্যে রামনবমীর রমরমা।বিজেপি এবং হিন্দুত্ববাদী সংগঠনগুলি সাড়ম্বরে রামনবমী পালন করেন কলকাতা ও জেলায়-জেলায়।রীতিমতো অস্ত্র মিছিল বের করে তারা।এই রামনবমীকে কেন্দ্র করে গত বছর উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যের বিভিন্ন প্রান্ত।প্রধান বিচারপতি নির্দেশ দেন এই অশান্তির পরিপ্রেক্ষিতে চলতি বছর রামনবমীর শোভাযাত্রার রুট বদলের আবেদন করেন রাজ্য সরকার।

বিচারপতি জয় সেনগুপ্তর নির্দেশ,মাত্র ২০০ জনকে নিয়ে কি মিছিল করা সম্ভব, মিছিলের নিরাপত্তা কীভাবে দেওয়া হবে,রাজ্যের তরফে সে প্রশ্ন করে আদালতে।সওয়াল জবাব শোনার পর রাজ্যের উদ্দেশে বিচারপতির প্রশ্ন,“এত কম সংখ্যক লোকদের নিয়ন্ত্রণ করার মতো বাহিনী নেই” মিছিল নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নেওয়া যেতে পারে বলেও জানান বিচারপতি।কেন্দ্রের তরফে জানানো হয়েছে, রাজ্যের তরফে বাহিনীর আর্জি জানানো হলে বাহিনীর বন্দোবস্ত করা হবে।তবে সেক্ষেত্রে রামনবমীর ২৪ ঘণ্টা আগে বাহিনী চাইতে পারবে রাজ্য সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *