ঘুমের অধিকার সকলেই আছে ইডি সম্পর্কে হাইকোর্টের মন্তব্য

ঘুমের অধিকার রয়েছে সকলেরই ইডির বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় এই কথা সাফ জানিয়ে দিল বম্বে হাইকোর্ট।সোমবার আদালতের তরফে জানানো হয়, রাতের বেলা ঘুমনোর অধিকার রয়েছে সকলেরই তাই গভীর রাত পর্যন্ত কাউকে জেরা করা বা বয়ান রেকর্ড করা মোটেও উচিত নয়।

জানা গিয়েছে, ইডির গ্রেপ্তারির বিরুদ্ধে বম্বে হাইকোর্টে মামলা দায়ের করেন রাম ইসরানি নামে এক ব্যক্তি।তাঁর বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ উঠেছিল। গত আগস্টে তাঁকে তলব করে ইডি।সমনের ভিত্তিতে হাজিরা দিতেই রামকে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।রাত সাড়ে তিনটে পর্যন্ত তাঁর বয়ান রেকর্ড করা হয়।তারপরে গ্রেপ্তার করা হয় রামকে।সেই গ্রেপ্তারির বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হন তিনি।

সেই মামলার শুনানির সময়েই ঘুমের অধিকারের বিষয়টি উল্লেখ করে বম্বে হাই কোর্ট।সেই সময় ইডির আইনজীবী জানান, রামের অনুমতি নিয়েই জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।এই বক্তব্যের পর দুই বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ, “অনুমতি নিয়ে হোক বা অন্য কিছু, অভিযুক্তের যেভাবে বয়ান নেওয়া হয়েছে সেটা খুবই নিন্দনীয়।মাঝরাতে পর্যন্ত জেরা করা হয়েছে।তলব করা হলেও অভিযুক্তকে সঠিক সময়ে ঘুমোতে দেওয়া উচিত।কারণ প্রত্যেকেরই ঘুমের অধিকার রয়েছে।মাঝরাত অবধি জেরা করলে অবশ্যই কোনও ব্যক্তির চেতনায় সমস্যা হয়।”তবে গ্রেপ্তারির বিরোধিতা করে দায়ের হওয়া মামলা খারিজ করে দিয়েছে বম্বে হাই কোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *