পশ্চিম বন্দর থানার অন্তর্গত গার্ডেনরিচ এলাকার দক্ষিণ-পূর্ব রেলের হাসপাতাল, যা বিএনআর হাসপাতাল নামে অতি পরিচিত।গার্ডেনরিচে বিপর্যয় এবার রেলের হাসপাতালের সেখানেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।মঙ্গলবার সাতসকালে বিএনআর হাসপাতালে আগুন লাগে ফলে ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে চিকিৎসক ও রোগীদের মধ্যে।জানা গেছে, হাসপাতালের তিন তলায় চক্ষু বিভাগের অপারেশন থিয়েটারের কাছে এদিন আগুন লাগে।সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় দমকলে।পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করে।পাশাপাশি উদ্ধারকাজে হাত লাগান আরপিএফ কর্মীরাও।বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।দ্রুত অপারেশন থিয়েটার থেকে রোগীদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়।
তবে অপারেশন থিয়েটারের বেশ কিছু যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর।হাসপাতাল সূত্রে খবর, তাঁরা সকলে নিরাপদেই রয়েছেন।চিন্তার কিছু নেই বলে পরিবারগুলিকে আশ্বস্ত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
কীভাবে আগুন লাগল, সে বিষয়ে এখনই দমকল বাহিনী নিশ্চিতভাবে কিছু না জানালেও প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটই হয়ে আগুন লেগেছে।অগ্নিকাণ্ডের জেরে আপাতত চক্ষু বিভাগের অপারেশন থিয়েটার বন্ধ।নতুন করে যন্ত্রপাতি এনে তবেই অস্ত্রোপচার সম্ভব বলে হাসপাতাল সূত্রে খবর।অগ্নিকাণ্ডের কারণ খুঁজতে তদন্ত শুরু করছে দমকল বাহিনী।