ভোটের মুখে লোকসভায় আয়ুষ্মান খুরানা

গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভোটের পারদ।প্রার্থী হিসেবে যাঁদের নাম ঘোষণা হয়েছে তাঁরা ইতিমধ্যেই প্রচারের ময়দানে নেমে পড়েছে।গরমের তোয়াক্কা না করেই বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছেন।এদিকে আয়ুষ্মান খুরানা ভোটের মুখে সোজা পৌঁছে গেলেন লোকসভার অন্দরে সেখান থেকেই পোস্ট করলেন ছবি ও ভিডিও।

নতুন সংসদ ভবনে গিয়েছিলেন আয়ুষ্মান খুরানা।অভিনেতার পরনে ছিল কুর্তা, হাফ কোট ও পাজামা।গোটা এলাকা ঘুরে দেখেন জাতীয় পুরস্কারজয়ী তারকা।কিন্তু আচমকা লোকসভা ভোটের মাঝে আয়ুষ্মানের এই সংসদ ভ্রমণ করেন।রাজনৈতিক প্রচার নাকি অন্য কিছু সে বিষয়ে কিছু জানাননি আয়ুষ্মান।অভিনেতা বলেন, “বিশ্বের বৃহত্তম গণতন্ত্র সেলিব্রেট করা দরকার।ভারত তারুণ্যে ভরা এক দেশ।বিশ্বের তরুণ প্রজন্মের বেশিরভাগই এখানকার বাসিন্দারা।দেশের এই তরুণরাই তো মতামতকে নেতৃত্ব দিতে পারেন।”

এর পরই অভিনেতা ভোটদানের প্রসঙ্গে আসেন তরুণ প্রজন্মের উদ্দেশে বলেন, “তাঁদের কাছে অত্যন্ত শক্তিশালী এক অস্ত্র আছে যা ভাবতেও পারবেন না এত শক্তিশালী।যে নেতা আপনার কথা বলতে পারবেন তাঁকেই এই লোকসভায় নিয়ে আসবেন এই নির্বাচন করতে পারেন ভোট দিয়ে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *