বিয়ের আগে পার্টি মুডে আম্বানি পরিবারের হবু বধূ রাধিকা মার্চেন্ট।বন্ধুবান্ধবদের সঙ্গে নিয়ে চুটিয়ে পাজামা পার্টি করলেন তিনি।একে আবার ব্রাইডাল শাওয়ারও বলা হচ্ছে।এই পার্টিতে জাহ্নবী কাপুর গিয়েছিলেন।তিনি সোশ্যাল মিডিয়া ছবি পোস্টও করেন।
‘বিগ ফ্যাট ইন্ডিয়ান ওয়েডিং’ আম্বানির ছেলে অনন্তের বিয়ের প্রস্তুতি দেখেই বোঝা গিয়েছিল।তিন দিন ধরে জামনগরে নজর ছিল গোটা দেশের।অনন্ত-রাধিকার জন্য সেখানে হাজির হয়েছিল প্রায় গোটা বলিউড।রিহানার মতো আন্তর্জাতিক তারকা গিয়েছিলেন।আবার মার্ক জুকারবার্গ, ইভাঙ্কা ট্রাপও এসেছিলেন গান গেয়েছেন অরিজিৎ সিং, দিলজিৎ দোসাঞ্ঝ, শ্রেয়া ঘোষালের মতো তারকা।তিন খান, শাহরুখ, সলমন আপ আমিরকে একসঙ্গে মঞ্চে নাচতে দেখা গিয়েছে।
এত কিছুর পর আবার পার্টিতে মজেছেন রাধিকা পিঙ্ক থিমের পার্টি ছিল।পার্টিতে ছিলেন আম্বানি পরিবারের মেয়ে ইশা ও বড় বউ শ্লোকা সেখানে গার্ল গ্যাংয়ের সঙ্গেই পার্টি করছিলেন রাধিকা।আচমকা সেখানে ছেলেরাও চলে আসে।অনন্ত আম্বানি ও তাঁর বন্ধু ছিল এঁদের মধ্যে ছিলেন জাহ্নবীর প্রেমিক শিখর পাহাড়িয়া উল্লাস করতে দেখা যায়।এবার বিয়ের পালা।শোনা গিয়েছে, জুলাই মাসের ১২ তারিখ গাঁটছড়া বাঁধবেন ভারতের ধনীতম ব্যক্তি মুকেশ আম্বানির পুত্র ও বিখ্যাত শিল্পপতি বীরেন মার্চেন্টের কন্যা। সেদিনও তারকাদের উপস্থিতি দেখা যেতে পারে।